-->
শিরোনাম

ইউক্রেনে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
ইউক্রেনে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে রাশিয়া

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে শুক্রবার ইউক্রেনে প্রথমবারের মতো তার নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র কিনজল ব্যবহার করেছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র কিনজল ব্যবহার করে ইউক্রেনের পশ্চিমে অবস্থিত একটি অস্ত্র মজুতাগার ধ্বংস করা হয়েছে।

মস্কো এর আগে কখনো যুদ্ধে নির্ভুলভাবে টার্গেটে আঘাত হানার অস্ত্র ব্যবহারের কথা কখনো স্বীকার করেনি।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ নভোস্তি বলেছে যে, ইউক্রেন যুদ্ধে রাশিয়া প্রথমবারের মতো কিনজল হাইপারসনিক মিসাইল অস্ত্র ব্যবহার করে।

হাইপারসনিক অ্যারোব্যালাস্টিক মিসাইল সমৃদ্ধ কিনজল অ্যাভিয়েশন মিসাইল সিস্টেম ইভানো-ফ্রাঙ্কিভস্ক অঞ্চলের ডেলিয়াটিন গ্রামে ক্ষেপণাস্ত্র এবং বিমানের গোলাবারুদের একটি বিশাল ভূগর্ভস্থ গুদাম ধ্বংস করা হয়েছে।’ বলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এই অত্যাধুনিক ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র কিনজল যা বায়ুমণ্ডলে ওপরের স্তরে শব্দের চেয়ে পাঁচ গুণেরও বেশি গতিতে উড়তে পারে।

রাশিয়ার সামরিক বাহিনীর তথ্যানুসারে ইউক্রেনে ব্যবহৃত ‘কিনজল’ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ২,০০০ কিলোমিটারেরও বেশি (১,২৪২ মাইল) দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বিদ্যমান আকাশ ও প্রতিরক্ষা ব্যবস্থা পাশ কাটাতে পারে।

সূত্র: বিবিসি, আল-জাজিরা

 

মন্তব্য

Beta version