-->

ইমরানের গদি বাঁচাতে ‘কালো জাদু’ করছেন স্ত্রী বুশরা!

আন্তর্জাতিক ডেস্ক
ইমরানের গদি বাঁচাতে ‘কালো জাদু’ করছেন স্ত্রী বুশরা!

প্রধানমন্ত্রীর গদি হারাতে চলেছেন ইমরান খান । সেনার সমর্থন হারিয়ে এবার প্রবল বিপাকে পড়েছেন প্রাক্তন পাক অধিনায়ক। এমন সময়ে স্বামীর গদি বাঁচাতে ‘কালো জাদু’র আশ্রয় নিয়েছেন ইমরান খানের স্ত্রী বুশরা বিবি!

পাক সংবাদমাধ্যম সূত্রে খবর, বুশরা বিবির বিরুদ্ধে কালো জাদুর অভিযোগ এনেছেন পাকিস্তানের প্রধান বিরোধী নেতা শাহবাজ শরিফ। তিনি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই। বলে রাখা ভাল, ইমরান সরকারের পতন হলে পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন পিএমএল-নওয়াজ দলের নেতা শাহবাজ।

তাঁর অভিযোগ, ইসলামাবাদের বনিগালায় ইমরান খানের বাড়িতে টন টন মাংস পুড়িয়ে কালো জাদু করছেন বুশরা। এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে শাহবাজ বলেন, “দেশের বাচ্চারা দুধ পাচ্ছে না, অথচ বনিগালায় টন টন মুরগির মাংস পোড়ানো হচ্ছে। নিজের গতি বাঁচাতে অসাংবিধানিক পথ অবলম্বন করছেন ইমরান।”

তাৎপর্যপূর্ণ ভাবে, নিজেকে ‘পীর’ বলে দাবি করেন বুশরা। এর আগেও তাঁর বিরুদ্ধে কালো জাদু করার অভিযোগ উঠেছে। তিনি নাকি শয়তানের উপাসনা করেন।

তবে লক্ষণীয়, পাকিস্তানের বর্তমান শাসকদল পিটিআই-য়ের (পাকিস্তান তেহরিক ই ইনসাফ) অন্দরে যথেষ্ট প্রভাব রয়েছে ইমরানের তৃতীয় স্ত্রী বুশরার। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, পিটিআইয়ের অনেকেই আছেন যাঁরা ইমরানের চাইতেও বুশরার প্রতি বেশি অনুগত।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী পদে ইমরান খানের গদি হারানো কেবল সময়েরই অপেক্ষা। এমনটাই ধারণা ওয়াকিবহাল মহলের। তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছে বিরোধীরা।

কিন্তু শুক্রবার অধিবেশন শুরুর পরে তা মুলতুবি করে দেন পাকিস্তান জাতীয় সংসদের স্পিকার আসাদ কাইজার। পরিস্থিতি আরও খারাপ হয়েছে, পাক সেনাও ইমরানের উপর থেকে হাত সরিয়ে নেওয়ায়।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, পাক সেনার চার শীর্ষ পদাধিকারী, যাঁদের মধ্যে অন্যতম সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া, ইমরানকে পদত্যাগ করার পরামর্শ দিয়েছেন।

সূত্র: সংবাদ প্রতিদিন

মন্তব্য

Beta version