রাশিয়ার সেনারা ইউক্রেনের আরেকটি শহরের দখল নিয়েছে। স্লাভ্যুটিচ শহরটি দখল করে মেয়রকে বন্দি করেছে রুশ বাহিনী।
ইউক্রেনের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
ইউক্রেনের কর্মকর্তারা জানান, দখলদার রুশ বাহিনী স্লাভ্যুটিচ শহরে আক্রমণ করে দখলে নিয়েছে।পৌর হাসপাতালের দখল নিয়েছে রুশ বাহিনী।
স্থানীয় প্রশাসন জানায়, রুশ দখলদারদের আগ্রাসনের বিরুদ্ধে শহরের বাসিন্দারা রাস্তায় নেমে বিক্ষোভ করছেন। রাশিয়ান সৈন্যরা আকাশে ফাঁকা গুলি এবং বিক্ষোভকারীদের লক্ষ্য করে স্টান গ্রেনেড ছুড়েছে।
১৬০ কিলোমিটার আয়তনের স্লাভ্যুটিচ শহরে প্রায় ২৫ হাজার মানুষের বসবাস। ১৯৮৬ সালে চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দুর্ঘটনার পর শহরটি গড়ে তোলা হয়।
সূত্র: বিবিসি
মন্তব্য