-->

মারিউপোলে রাশিয়ার যুদ্ধবিরতি ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক
মারিউপোলে রাশিয়ার যুদ্ধবিরতি ঘোষণা

অবরুদ্ধ করে রাখা ইউক্রেনের বন্দরনগরী মারিউপোলে ‘যুদ্ধবিরতি’ ঘোষণা করেছে রুশ বাহিনী। বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার সুযোগ দিতে এই যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০টা থেকে মারিউপোল থেকে জাপোরিঝিয়া পর্যন্ত একটি মানবিক করিডর খোলা হবে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার এবং আন্তর্জাতিক রেডক্রস কমিটির সরাসরি অংশগ্রহণে আমরা এই মানবিক কার্যক্রম সফল করার প্রস্তাব করছি।’

এ ছাড়া বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৬টার আগেই যুদ্ধবিরতিকে ‘নিঃশর্তভাবে সম্মান’ করার বিষয়টি রুশ কর্তৃপক্ষ, ইউএনএইচসিআর, আইসিআরসিকে লিখিতভাবে জানাতেও কিয়েভের প্রতি আহ্বান জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

একই সঙ্গে ইউক্রেনের সেনাবাহিনীকে নির্ধারিত করিডর বরাবর বাস কনভয়ের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ হতে বলেছে মস্কো।

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে আগ্রাসন শুরুর পর থেকে মারিউপোলে ব্যাপক হামলা চালাচ্ছে।

শহরটি নিয়ন্ত্রণে নিতে পারলে রাশিয়া কৌশলগতভাবে বেশ সুবিধা পাবে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: বিবিসি

 

মন্তব্য

Beta version