রোববার পাকিস্তানে আস্থা ভোট। আর এর আগেই খুন হওয়ার আশঙ্কা প্রকাশ করলেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেছেন, আমার কাছে খবর আছে, আমাকে হত্যা করা হতে পারে। তবু আমি আমার সংকল্প থেকে সরব না। স্বাধীন ও গণতান্ত্রিক পাকিস্তান গঠন করবই।
শুক্রবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম এআরওয়াই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ইমরান খান।
সম্প্রতি খবর ছড়িয়ে পড়ে যে, ইমরান খানকে হত্যা করা হতে পারে। এবার একই সুরে কথা বললেন ইমরান খান।
পাকিস্তানে রাজনৈতিক অস্থিরতা চরমে উঠেছে। চাপের মুখেও পদত্যাগ করেননি ইমরান খান। বরং রোববার আস্থা ভোটের অপেক্ষায় রয়েছেন তিনি।
এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এআরওয়াই-কে দেওয়া সাক্ষাৎকারে আশঙ্কা প্রকাশ করলেন ইমরান খান।
সেনাবাহিনীর পক্ষ থেকে তার ওপর কীভাবে চাপ তৈরি করা হয়েছে, তা-ও তিনি ব্যাখা করেছেন।
সাক্ষাৎকারে পাকিস্তানের প্রধানমন্ত্রী জানান, সেনাবাহিনীর পক্ষ থেকে তাকে তিনটি বিকল্প দেওয়া হয়েছে-হয় আস্থা ভোটে অংশ নিন নয়তো দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন অথবা পদত্যাগ করুন। প্রথম বিকল্পই বেছে নিয়েছেন ইমরান। এরপর পাকিস্তানবাসীর উদ্দেশে বার্তা দেন তিনি।
ইমরান খান বলেন, আমার দেশকে জানাতে চাই, আমার জীবন বিপন্ন। আমাকে হত্যার পরিকল্পনা করছে তারা। আমার স্ত্রীকেও হত্যার পরিকল্পনা রয়েছে তাদের।
সূত্র : পাকিস্তান অবজারভার, দ্য ডন
মন্তব্য