-->
শিরোনাম

জরুরি অবস্থা ঘোষণা শ্রীলঙ্কায়

আন্তর্জাতিক ডেস্ক
জরুরি অবস্থা ঘোষণা শ্রীলঙ্কায়

আর্থিক সংকটে ধুঁকতে থাকা শ্রীলঙ্কায় জরুরি অবস্থা ঘোষণা করলেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। শ্রীলঙ্কার সংবাদপত্র ‘ডেইলি মিরর’কে উদ্ধৃত করে এমনই জানাল সংবাদ সংস্থা এএনআই।

প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে বলেন, আমি বিশ্বাস করি  এমন পরিস্থিতিতে দেশে জরুরি অবস্থা জারি করা প্রয়োজন।

অশান্তির আগুনকে নিয়ন্ত্রণে আনতে এবং ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে, গ্রেপ্তার এবং সন্দেহভাজনদের আটক করতে এই কঠোর সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন ছিল বলে মনে করেন তিনি।

এক সপ্তাহ ধরে ভয়ানক অর্থনৈতিক সংকটের মুখে শ্রীলঙ্কা। দেশে জ্বালানির হাহাকার। প্রায় বন্ধ পরিবহণ।

খরচ বাঁচাতে ১০-১৩ ঘণ্টা লোডশেডিং করা হচ্ছে দেশজুড়ে। এরই প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধেয় বিক্ষোভে ফেটে পড়েন কলম্বোর মানুষ।

প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের পদত্যাগের দাবিতে হাজার হাজার মানুষ তার বাসভবনের সামনে বিক্ষোভে শামিল হন।

পুলিশের সঙ্গে সংঘর্ষও বাধে বিক্ষোভকারীদের। পরিস্থিতি সামাল দিতে প্রাথমিকভাবে ব্যর্থ হয় পুলিশ। বিক্ষোভ ঠেকাতে বিশেষ টাস্কফোর্সকে ডাকতে বাধ্য হয় প্রশাসন।

সূত্র: বিবিসি, আল জাজিরা, আনন্দ বাজার

মন্তব্য

Beta version