-->

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন খুবই দুঃখজনক: পাক সেনাপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন খুবই
দুঃখজনক: পাক সেনাপ্রধান

পাকিস্তানের সেনাবাহিনী প্রধান জেনারেল কামার জাবেদ বাজওয়া বলেছেন, পাকিস্তান যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করতে আগ্রহী কিন্তু তা অন্য দেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ককে ঝুঁকির মধ্যে ফেলে নয়।

ইসলামাবাদে নিরাপত্তা সংলাপে শনিবার তিনি এ কথা বলেন। তিনি বলেন, চীন-পাকিস্তান ইকোনমিক করিডোরের (সিপিইসি) মাধ্যমে ইসলামাবাদ ও বেইজিং সম্পর্কের সুসময় উপভোগ করছে।

বাজওয়া বলেন, আমরা চাই, অন্যদের সঙ্গে সম্পর্ক যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রেখে দেশ দুটির সঙ্গে সম্পর্কের পরিধি বাড়াতে। পাকিস্তানের সেনাপ্রধান বলেন, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন দ্রুত বন্ধ করতে হবে।

পাকিস্তান এ সংঘাতের বিষয়ে উদ্বিগ্ন। পাকিস্তান অব্যাহতভাবে দ্রুত অস্ত্রবিরতি ও যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে আসছে।

তিনি বলেন, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন খুবই দুঃখজনক। যেখানে হাজারো মানুষ নিহত হয়েছেন, লাখ লাখ মানুষকে দেশ ছাড়তে হয়েছে এবং অর্ধেক ইউক্রেন ধ্বংস হয়ে গেছে।

ইসলামাবাদের নিরাপত্তা সংলাপে যুক্তরাষ্ট্র, চীন, যুক্তরাজ্য, রাশিয়া, ইউরোপীয় ইউনিয়ন, জাপান, ফিলিপাইনসহ ১৭ দেশের প্রতিনিধি অংশ নিয়েছেন।

সূত্র: দ্য ডন।

মন্তব্য

Beta version