-->
শিরোনাম

বুচায় পুতিন যুদ্ধাপরাধ করেছেন: বাইডেন

ভোরের আকাশ ডেস্ক
বুচায় পুতিন যুদ্ধাপরাধ করেছেন: বাইডেন
জো বাইডেন

ইউক্রেনের বুচায় বেসামরিক নাগরিকদের ওপর নৃশংসতা চালানোর ঘটনাকে ‘যুদ্ধাপরাধ’ দাবি করে রাশিয়ার বিরুদ্ধে এর বিচারের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

সোমবার (৫ এপ্রিল) এ আহ্বান জানান তিনি।

প্রেসিডেন্ট পুতিনকে ‘একজন যুদ্ধাপরাধী’ হিসেবে অভিহিত করে বাইডেন বলেন, এক্ষেত্রে ‘যুদ্ধাপরাধের বিচার’ করা উচিত।

এসময় তিনি রাশিয়ার বিরুদ্ধে আরো নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছেন। খবর এএফপি’র।

বাইডেন বলেন, পুতিন অতীতেও যুদ্ধাপরাধ করেছেন।

তিনি বলেন, ‘আপনারা জানেন আমি অতীতেও এর সমালোচনা করেছি। এই লোক নিষ্ঠুর এবং বুচায় কী ঘটছে তা সকলে দেখছেন। তাকে (অবশ্যই) জবাবদিহি করতে হবে।’

তিনি বলেন, পুতিন হচ্ছেন ‘একজন যুদ্ধাপরাধী’। বুচা হত্যাকাণ্ডের ব্যাপারে বিচার করতে আমাদের বিস্তারিত জানতে হবে।’

তবে পরমাণু ক্ষমতাধর দেশ রাশিয়ার সঙ্গে সরাসরি যুদ্ধ ঘোষণার বিপক্ষে এখনও বাইডেন। বরং যুক্তরাষ্ট্র ও ন্যাটো রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে অস্ত্র ও অর্থ দিয়ে সহযোহিতা অব্যাহত রেখেছে। এছাড়াও রাশিয়ার বিরুদ্ধে এবং দেশটির কিছু সামরিক-বেসামরিক ব্যক্তির বিরুদ্ধে নজিরবিহীন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র ও ন্যাটোভুক্ত ইউরোপের দেশগুলো।

এ বিষয়ে আলোকপাত করে বাইডেন বলেন, তিনি এখনো আরো নিষেধাজ্ঞা আরোপ করার চেষ্টা করছেন।

মন্তব্য

Beta version