-->
শিরোনাম

দায়িত্ব নেওয়ার একদিন পরই শ্রীলঙ্কার অর্থমন্ত্রীর পদত্যাগ

ভোরের আকাশ ডেস্ক
দায়িত্ব নেওয়ার একদিন পরই শ্রীলঙ্কার  অর্থমন্ত্রীর পদত্যাগ
শ্রীলঙ্কায় খাদ্য ও জ্বালানি সংকটের প্রতিবাদে রাজপথে বিক্ষোভ।

দায়িত্ব গ্রহণের একদিনের মাথায় পদত্যাগ করলেন শ্রীলঙ্কার নতুন অর্থমন্ত্রী আলী সাব্রি। প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকশে সোমবার (৩ এপ্রিল) তাকে অর্থমন্ত্রী পদে নিয়োগ দেওয়ার ২৪ ঘণ্টা পার না হতেই পদ ছেড়ে দিলেন তিনি।খবর এএফপি’র।

পদত্যাগের কারণ সম্পর্কে দেওয়া বিবৃতিতে আলী সাব্রি বলেন, দায়িত্ব নেওয়ার পরেও ব্যক্তিগত অসুবিধার কারণে আমি পদত্যাগ করছি এবং এজন্য জাতির কাছে দুঃখ প্রকাশ করছি। তবে আমি বিশ্বাস করি আমি সর্বতোভাবে দেশের স্বার্থে সবসময় কাজ করি।

তবে বিবৃতিতে সরকারের উদ্দেশে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন তিনি। তিনি স্পষ্টভাষা বলেছেন, দেশে সমস্যা হতেই পারে। তবে সব সমস্যা সমাধানে লোক দেখানো পদক্ষেপের বদলে সৃষ্টিশীল নতুন ধরনের এবং জনগণকে আকৃষ্ট করবে এমন পদক্ষেপ গ্রহণ করা উচিত।

বর্তমানে চরম অর্থনৈতিক সংকট মোকাবিলা করছে দ্বীপদেশ শ্রীলঙ্কা। দেশটিতে খাদ্য ও জ্বালানির তীব্র সংকট দেখা দিয়েছে। এ অবস্থায় সেখানে রাস্তায় নেমে এসেছে সাধারণ মানুষ। সরকারবিরোধী বিক্ষোভও চলছে। 

মন্তব্য

Beta version