রাশিয়ার ওপর দেওয়া যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সাম্প্রতিক নিষেধাজ্ঞাগুলোকে স্বাগত জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে এই নিষেধাজ্ঞাকেও যথেষ্ট নয় বলে মনে করছেন তিনি।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) এক ভিডিও ভাষণে জেলেনস্কি পশ্চিমা বিশ্বের প্রতি রাশিয়ার তেল পুরোপুরিভাবে বয়কট করার আহ্বানও জানিয়েছেন। তিনি বলেন, রাশিয়ার তেল নেওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা দিতে যদি পশ্চিমা বিশ্ব একমত হতে না পারে তাহলে আরও অনেক ইউক্রেনীয়কে প্রাণ হারাতে হতে পারে।
রাশিয়া বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ। এর উত্তোলিত তেলের অর্ধেকেরও বেশি ইউরোপের বিভিন্ন দেশে যায়।
যুক্তরাজ্যের তেলের চাহিদার মোট ৮ শতাংশ আসে রাশিয়া থেকে, যুক্তরাষ্ট্রেরও ৩ শতাংশ তেলের যোগান দেয় রাশিয়া।
জেলেনস্কি বলেছেন, প্রাকৃতিক তেল থেকে রাশিয়া এখনও ভালো অর্থ আয় করছে, ফলে তারা সমঝোতায় যাওয়ার বিষয়টি সেভাবে গায়ে মাখাচ্ছে না। বিবিসি
মন্তব্য