-->

বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ তদন্ত চায় না ইমরানের দল

নিজস্ব প্রতিবেদক
বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ তদন্ত 
চায় না ইমরানের দল
করাচিতে পিটিআই কর্মীদের বিক্ষোভ (ফাইল ফটো)

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ইমরান খানকে প্রস্তাব দিয়েছেন বিদেশী ষড়যন্ত্র বা মার্কিন হুমকি নিয়ে তদন্ত হোক।

প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের প্রস্তাবে সম্মত হয়নি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই। মার্কিন অ্যাসিস্টেন্ট সেক্রেটারি অফ স্টেট ডোলান্ড লু-র বার্তা নিয়ে ইমরান খান অভিযোগ করেছিলেন।

ইমরান বলেছিলেন, তাকে সরাবার জন্য বিদেশি চক্রান্ত হচ্ছে। যেহেতু তিনি রাশিয়ার সমর্থনে কথা বলেছিলেন, তাই তাকে সরাবার জন্য উঠেপড়ে লেগেছে বিদেশি শক্তি।

ইমরান দাবি করেছিলেন, তিনি পাকিস্তানের সার্বভৌমত্বের জন্য লড়ছেন। অ্যামেরিকা অবশ্য জানিয়েছে, তারা কোনো হুমকি দেয়নি।

ক্ষমতায় এসে শাহবাজ ঘোষণা করেন, পাকিস্তান পার্লামেন্টের জাতীয় সুরক্ষা কমিটি এ বিষয়টি খতিয়ে দেখবে। যে ষড়যন্ত্রের কথা বলা হচ্ছে, তা ঠিক, না কি জাল সেটা দেখাই হবে এই কমিটির কাজ।

সেখানে সামরিক ও আইএসআই কর্তারা থাকবেন। আর পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ও রাষ্ট্রদূত, যিনি এই চিঠি পাঠিয়েছিলেন বলা হচ্ছে, তিনিও থাকবেন।

কিন্তু ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ই-ইনসাফ (পিটিআই) এই তদন্তে রাজি হয়নি।

তারা জানিয়েছে, নতুন প্রধানমন্ত্রী যেভাবে এগোতে চাইছেন, তাতে পিটিআইয়ের সায় নেই। তারা এই প্রস্তাব খারিজ করে দিচ্ছে।

তাদের দাবি, সুপ্রিম কোর্ট একটা স্বাধীন কমিশন গঠন করুক। তারা বিষয়টির তদন্ত করুক। আর তদন্তকারী কমিশনের প্রধান হবেন এমন একজন, যাকে সকলে মেনে নেবে।

সূত্র- জিএইচ/এসজি (দ্য ডন)

মন্তব্য

Beta version