-->
শিরোনাম

যুদ্ধজাহাজ ডোবার পর কিইভে হামলা, শক্তিশালী বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক
যুদ্ধজাহাজ ডোবার পর কিইভে 
 হামলা, শক্তিশালী বিস্ফোরণ

কৃষ্ণ সাগরে রাশিয়ার যুদ্ধজাহাজ মস্কভা ডুবে যাওয়ার পর ইউক্রেইনের রাজধানী কিইভে কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

শুক্রবার প্রথম প্রহরে রাশিয়ার নতুন আক্রমণের জন্য প্রস্তুতি নেওয়া ইউক্রেইনজুড়ে বিমান হামলার সাইরেন বেজে ওঠে।

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, চলতি মাসের প্রথমদিকে রাশিয়ার বাহিনীগুলো সরে যাওয়ার পর ইউক্রেইনের রাজধানী অঞ্চলে এগুলোই সবচেয়ে শক্তি বিস্ফোরণ বলে ধারণা করা হচ্ছে।

কিইভ দখলে ব্যর্থ হয়ে রাশিয়া ইউক্রেইনের উত্তরাঞ্চলের কিছু এলাকা থেকে তাদের বাহিনী সরিয়ে নিয়ে দনবাস অঞ্চলে আক্রমণ জোরদার করার প্রস্তুতি নিচ্ছে।

এরমধ্যে রাশিয়ার কৃষ্ণ সাগরীয় নৌবহরের প্রধান যুদ্ধজাহাজ মস্কভা ডুবিয়ে দেওয়ার দায় স্বীকার করেছে ইউক্রেইন।

সোভিয়েত আমলের মিসাইল ক্রুজারটিতে তাদের নিজেদের তৈরি জাহাজ-বিধ্বংসী নেপচুন ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছিল বলে দাবি করেছে তারা।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার রাতে জাহাজটিকে টেনে বন্দরের দিকে নিয়ে যাওয়ার সময় সেটি ডুবে যায়।

মস্কভা ডুবার কারণ যাই হোক এটি রাশিয়ার জন্য একটি বিপর্যয়। ইউক্রেইনের দাবি যদি সত্য হয়, তাহলে এটি চলতি শতাব্দীর অন্যতম বড় নৌ-আক্রমণের ঘটনা হয়ে থাকবে।

বৃহস্পতিবার ভোরে এক ভিডিও বক্তৃতায় ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, দযারা রাশিয়ার সামরিক বহরের অগ্রগতি আটকে দিয়েছে, যারা দেখিয়েছে রাশিয়ার জাহাজকেও অতলে পাঠিয়ে দেওয়া যায়, তাদের প্রতি শ্রদ্ধা।‘

কিইভের পাশাপাশি দক্ষিণাঞ্চলীয় খেরসন, পূর্বাঞ্চলীয় খারকিভ এবং পশ্চিমাঞ্চলীয় ইভানো-ফ্রাঙ্ককিভস্ক শহরেও বিস্ফোরণ ঘটেছে, কিন্তু তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির বিবরণ পাওয়া যায়নি।

শুক্রবার প্রথম প্রহরে ইউক্রেইনের সব অঞ্চলে বিমান হামলার সাইরেন বেজে ওঠে, অন্যান্য অঞ্চলে থেমে যাওয়ার পরও লুহানস্ক এবং জাপোরিজজিয়ায় সাইরেন বেজে চলছিল বলে গণমাধ্যমের খবরে বলা হয়েছে।

কৃষ্ণ সাগর তীরবর্তী ওদেসা ও সংলগ্ন আজভ সাগর তীরবর্তী মারিউপোল রাশিয়ার নতুন হামলার অপেক্ষায় আছে।

সূত্র: বিবিসি

মন্তব্য

Beta version