ইউক্রেনের অবরুদ্ধ শহর মারিউপোলের এক মেরিন কমান্ডার আকুতি জানিয়ে বলেছেন, তার সেনাদলের হাতে হয়তো আর অল্প কয়েক ঘণ্টা বাকি আছে, সাহায্য করুন। বুধবার প্রথম প্রহরে পাঠানো একটি ভিডিও বার্তায় তিনি এই আকুতি জানান।
সংবাদমাধ্যম বিবিসি এবং আরো কয়েকটি সংবাদমাধ্যমে পাঠানো বার্তায় মেজর সেরহাই ভোলিনা জানান, তার সেনারা আত্মসমর্পণ করবেন না। তবে তারা আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানান।
ইউক্রেনীয় সেনাবাহিনীর ৩৬ মেরিন ব্রিগেড কমান্ডার মেজর সেরহাই ভোলিনা।
কমান্ডার সেরহাই ভোলিনা জানান, শহরের একটি স্টিল কারখানায় পাঁচ শতাধিক আহত সেনা এবং শত শত নারী ও শিশুদের নিয়ে লুকিয়ে আছেন।
মেজর সেরহাই ভোলিনা বলেন, ‘পৃথিবীর কাছে এটা আমাদের শেষ বার্তা। হয়তো এটাই আমাদের শেষ কথা। সম্ভবত আমাদের হাতে মাত্র কয়েকটা দিন বা কয়েক ঘণ্টা বাকি আছে।’
সহায়তার আবেদন জানিয়ে ভোলিনা বলেন, ‘আমরা বিশ্ব নেতাদের সহায়তার আহ্বান জানাচ্ছি। আমরা তাদের প্রতি আহ্বান জানাচ্ছি তৃতীয় কোনও দেশে আমাদের নিয়ে যেতে একটা উপায় খুঁজে বের করুন।’
মারিউপোলে ইউক্রেনীয় প্রতিরোধের সর্বশেষ শক্ত ঘাঁটি হয়ে উঠেছে চার বর্গমাইল এলাকা জুড়ে অবস্থিত আজভস্টাল আইরন অ্যান্ড স্টিল ওয়ার্কস নামের একটি কারখানা।
ইউক্রেনে আগ্রাসন শুরুর পর রাশিয়ার কৌশলগত লক্ষ্য হয়ে উঠেছে মারিউপোল। গত সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, মারিউপোলে ২০ হাজার বেসামরিক নিহত হয়েছে বলে ধারণা করছেন তিনি।
সূত্র: বিবিসি
মন্তব্য