-->
শিরোনাম

অবশেষে পাকিস্তান ফিরছেন নওয়াজ শরীফ

আন্তর্জাতিক ডেস্ক
অবশেষে পাকিস্তান ফিরছেন নওয়াজ শরীফ

অবশেষে পাকিস্তানে ফিরছেন দেশটির প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। ইতোমধ্যে নওয়াজ শরীফের নামে পাসপোর্ট ইস্যু করেছে ইসলামাবাদ। বর্তমানে চিকিৎসার জন্য লন্ডনে রয়েছেন নওয়াজ। ইমরান খান সরকারের পতনের পরই তার দেশে ফেরার জল্পনা বাড়ছিল।

জানা গেছে, নওয়াজ শরিফের নামে পাসপোর্ট ইস্যু করেছে তার ভাই শাহবাজ শরীফের সরকার।

‘জিও নিউজ’ সূত্রে খবর, জরুরি ভিত্তিতে ‘অর্ডিনারি’ অর্থাৎ সাধারণ ক্যাটেগরিতে পাসপোর্টটি জারি করা হয়েছে। ফলে কূটনৈতিক স্তরে বিশেষ কোনো সুবিধা পাবেন না নওয়াজ।

বিশ্লেষকদের মতে, নওয়াজের দেশে ফেরার বিষয় নিয়ে বেশি জলঘোলা হোক, তা চাইছেন না পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তাই একাধিক দুর্নীতি মামলায় অভিযুক্ত বড় ভাইয়ের জন্য এখনই কূটনৈতিক পাসপোর্ট জারি করছেন না তিনি।

কয়েকদিন আগেই জানা গিয়েছিল যে, ঈদের পরই দেশে ফিরছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। এই খবরের সত্যতা স্বীকার করেছিলেন তার দল পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ)-এর নেতা মিয়াঁ জাভেদ লতিফও। নওয়াজের প্রত্যাবর্তন বাস্তবায়িত হলে পাকিস্তানের রাজনীতিতে এক নতুন মোড় আসবে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

৭২ বছর বয়সী নওয়াজ শরিফ বর্তমানে লন্ডনে রয়েছেন। তার বিরুদ্ধে একাধিক দুর্নীতির মামলা চলছে।

সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন, পিটিআই, এনডিটিভি

মন্তব্য

Beta version