রাশিয়ার বেলগোরোদ অঞ্চলের গভর্নর বলেন, ওই অঞ্চলের একটি গ্রামে বোমা হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। এ ঘটনায় দুই বেসামরিক নাগরিক নিহত এবং বেশ কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয় বলে দাবি করেন তিনি।
বেলগোরোদ অঞ্চলের গভর্নর ভিয়াচেস্লাভ গ্লাদকভ টেলিগ্রাম পোস্টে লেখেন, একটি গ্রামকে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে। এতে বেসামরিক বাসিন্দা আহত হওয়ার নিশ্চিত তথ্য পাওয়া গেছে।
ভিয়াচেস্লাভ গ্লাদকভ আরও বলেন, ঝুরাভলিয়োভকা গ্রামে এক ব্যক্তি তাঁর হাতে এবং এক নারী গলায় আঘাত পেয়েছেন। ওই এলাকার কিছু ঘরবাড়ি আংশিক ধ্বংস হয়ে গেছে বলে উল্লেখ করেন গ্লাদকভ।গত কয়েক সপ্তাহে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার ভূখণ্ডে হামলার অভিযোগ তুলেছে মস্কো। এর মধ্যে বেলগোরোদের দুটি গ্রাম ও ব্রিয়ানস্কের একটি গ্রাম রয়েছে।
গতকাল সোমবার ইউক্রেনের কাছে কুরস্ক অঞ্চলের গভর্নর দাবি করেন, রুশ বাহিনী দুটি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে।
এএফপির
মন্তব্য