-->
শিরোনাম

টুইটারের পর এবার কোকা-কোলায় চোখ ইলন মাস্কের

আন্তর্জাতিক ডেস্ক
টুইটারের পর এবার কোকা-কোলায় চোখ ইলন মাস্কের

৪৪ বিলিয়ন ডলারে মাইক্রোব্লগিং সাইট টুইটার কেনার পর এবার আরও একটি মাল্টিন্যাশনাল কোম্পানি কেনার ইচ্ছার কথা জানালেন টেসলা ও স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ইলন মাস্ক।

আর সেই সংস্থা হলো কোকা-কোলা। স্থানীয় সময় বুধবার এক টুইট বার্তায় মাস্ক এমনটি জানান।

এক টুইট বার্তায় ইলন মাস্ক বলেন, ‘কোকেন ফিরিয়ে আনার জন্য এরপর আমি কোকা-কোলা কিনছি।’

সপ্তাহ দু-এক আগে টুইটারের ৯ দশমিক ২ শতাংশ শেয়ার কিনে নেন মাস্ক। টুইটার কেনার প্রথম ধাপ শুরু হয় এখান থেকেই।

পরবর্তীকালে তিনি টুইটার পুরোপুরি কেনার কথা জানান। গত সোমবার ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কিনে নেন তিনি। এই পুরো টাকাটা নগদেই দিচ্ছেন টেসলার মালিক।

টুইটার কেনার পর ইলন বলেছেন, ‘বাকস্বাধীনতা গণতন্ত্রের চালনাশক্তির ভিত্তিপ্রস্তর।

মানবতার ভবিষ্যৎ নিয়ে আলোচনার অন্যতম জায়গা হলো এই টুইটার। টুইটারকে আরও উন্নত মানের করতে চাই আমি।

নতুন নতুন ফিচার নিয়ে এসে টুইটারকে আরও গ্রহণযোগ্য করার ইচ্ছা আছে। এতে মানুষের আরও বিশ্বাস বাড়বে।

টুইটারের ভালো ভবিষ্যৎ আছে। আমি সংস্থার সঙ্গে কাজ করে আরও ভাল কিছু করার জন্য মুখিয়ে আছি।’

কোকেইন হলো কোকা গাছের নির্যাস, যা মাদক দ্রব্য হিসেবে ব্যবহৃত হয়। ১৯ শতকে কোকা-কোলার সফট ড্রিংস তৈরিতে এটি ব্যবহার করা হতো।

পরে যুক্তরাষ্ট্রে মাদকদ্রব্য হিসেবে কোকেইন নিষিদ্ধ হওয়ার পর এটির ব্যবহার বন্ধ করে দেয় কোকা-কোলা।

সূত্র: ইলন মাস্ক টুইট

 

মন্তব্য

Beta version