-->
শিরোনাম

রুবলের বিনিময়ে গ্যাস কিনছে ইউরোপের ৪ দেশ

আন্তর্জাতিক ডেস্ক
রুবলের বিনিময়ে গ্যাস কিনছে ইউরোপের ৪ দেশ

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশ অনুযায়ী চারটি ইউরোপিয়ান ক্রেতা মস্কোর কাছ থেকে রুবলের বিনিময়ে গ্যাস কিনছে। রাশিয়ার জ্বালানি কোম্পানি গ্যাজপ্রমের সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তি এমনটি জানিয়েছে।

রুবলের মাধ্যমে গ্যাস কিনতে রাজি না হওয়ায় পোল্যান্ড ও বুলগেরিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে রাশিয়া।

রাশিয়ার মুদ্রা রুবলে মূল্য পরিশোধ না করলে ইউরোপের অন্য দেশেও গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ার হুমকি দেয় ক্রেমলিন। এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে পোল্যান্ড।

এদিকে মস্কো পোল্যান্ড ও বুলগেরিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ার পর ইউরোপিয়ান কমিশন রাশিয়ার বিরুদ্ধে ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগ তুলেছে।

কমিশনের প্রেসিডেন্ট বলেছেন, রাশিয়া প্রমাণ করেছে যে সরবরাহকারী দেশ হিসেবে তারা নির্ভরযোগ্য নয়।

পোল্যান্ডে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে রাশিয়া।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তি জানান, অন্য ক্রেতারা ক্রেমলিনের শর্ত প্রত্যাখ্যান করলে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হবে।

তিনি বলেন, দেশটি ইউরোপীয় কোম্পানি ইতিমধ্যেই রাশিয়ার অর্থ প্রদানের চাহিদা মেটাতে গ্যাজপ্রম ব্যাংকে প্রয়োজনীয় অ্যাকাউন্ট খুলেছে।

সূত্র: ব্লুমবার্গ

 

মন্তব্য

Beta version