-->

ইউক্রেনে রাতভর রাশিয়ার ব্যাপক হামলা

আন্তর্জাতিক ডেস্ক
ইউক্রেনে রাতভর রাশিয়ার ব্যাপক হামলা

ইউক্রেনে গত রাতে অসংখ্য লক্ষ্যবস্তুতে হামলা চালানোর কথা জানিয়েছে রাশিয়া।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সি এ তথ্য জানায়।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, গত রাতে ইউক্রেনের ৩৮৯ লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এর মধ্যে রয়েছে ৩৫টি নিয়ন্ত্রণ পয়েন্ট ও ১৬৯টি এলাকা যেখানে ইউক্রেনের সেনা ও সামরিক সরঞ্জাম রাখা হয়েছে।

মন্ত্রণালয় আরও জানায়, গত রাতে ১৫টি অস্ত্র ও গোলাবারুদের গুদাম এবং চারটি সামরিক অবকাঠামো ধ্বংস করা হয়েছে।

২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে হামলা চালায়। এর পর দেশটির রাজধানী কিয়েভ দখলে ব্যর্থ হয়ে নিজেদের লক্ষ্য বদলায় মস্কো।

এখন ইউক্রেনের দোনবাস ও দক্ষিণাঞ্চল দখলে হামলা জোরদার করা হয়েছে। ইতোমধ্যে বেশ সাফল্য পেয়েছে রুশ সেনারা।

এ অঞ্চলের খেরসন ও মারিওপোলসহ বেশকিছু এলাকার নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে মস্কো।

আল জাজিরা

 

মন্তব্য

Beta version