-->

চীনে বাড়ছে করোনা, স্থগিত এশিয়ান গেমস

আন্তর্জাতিক ডেস্ক
চীনে বাড়ছে করোনা, স্থগিত এশিয়ান গেমস
চীনে অনুষ্ঠেয় এশিয়ান গেমসের একটি ভেন্যু

চীনে করোনা সংক্রমণ বাড়ছে। এদিকে, দেশটিতে অনুষ্ঠেয় এশিয়ান গেমস অনির্দিষ্ট সময়ের জন্য স্থগিত করে দেওয়া হয়েছে। চীনের সংবাদমাধ্যম এই খবর জানিয়েছে।

চীনা সংবাদমাধ্যম জানায়, এশিয়ান অলিম্পিক কাউন্সিল জানিয়েছে, চীনের হাংঝাউতে ১০ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ১৯তম এশিয়ান গেমস। এই গেমস স্থগিত করে দেওয়া হয়েছে।

বিবৃতিতে জানানো হয়েছে, এশিয়ান গেমসের নতুন তারিখ পরে ঘোষণা করে দেওয়া হবে।

কিন্তু এ বিষয়ে কোনো কারণ সরকারিভাবে বলা হয়নি।

চায়না ডেইলি জানায়, ১৯তম এশিয়ান গেমস স্থগিত করে দেওয়া হয়েছে।

এটি এশিয়ান গেমসের ১৯তম আসর। এর আগে ১৯৯০ সালে চীনের বেইজিং ও ২০১০ সালে গুয়াংজুতে এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছিল।

চীনের হাংঝাউতে এশিয়ান গেমস অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ৷ কিন্তু এই স্থানটি সাংহাইয়ের পাশে। চীনের সবচেয়ে বড় শহর সাংহাই। সম্প্রতি এখানে করোনাভাইরাস সংক্রমণের জন্য এক সপ্তাহের লকডাউন বাড়িয়ে দেওয়া হয়েছে। এদিকে ১.২ কোটি জনবসতি সম্পন্ন হাংঝাউতে এশিয়ান গেমস ও প্যারা এশিয়ান গেমসের জন্য ৫৬টি প্রতিযোগিতাস্থল তৈরি হয়ে গেছে।

এ মুহূর্তে চীনের সাংহাইসহ বেশ কয়েকটি শহরে করোনার ঢেউ চলছে। সরকারিভাবে বিধি–নিষেধও আরোপ করা হয়েছে। হাংঝাউ সাংহাইয়ের বেশ কাছের একটি শহর। সেখানেও করোনার প্রকোপ বেড়েছে।

এশিয়ান অলিম্পিক কমিটি জানিয়েছে (ওসিএ), সবকিছু বিবেচনা নিয়েই এশিয়ান গেমস স্থগিত করা হয়েছে। খুব শিগগিরই গেমসের নতুন তারিখ ঘোষণা করা হবে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস, নিউজ এইটিন

মন্তব্য

Beta version