-->

ইউক্রেনের স্কুলে রুশ হামলা, ৬০ জন নিহতের আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক
ইউক্রেনের স্কুলে রুশ হামলা, ৬০ জন নিহতের আশঙ্কা
ছবি: সিএনএন

ইউক্রেনের লুহানস্ক অঞ্চলের একটি স্কুলে বিমান হামলা চালিয়েছে রাশিয়ার যুদ্ধবিমান। এই হামলায় অন্তত ৬০ জন নিহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। শনিবার রাতে এই হামলা চালানো হয়।

স্কুলটিতে ৯০ জন আশ্রয় নিয়েছিলেন বলে স্থানীয় কর্তৃপক্ষের বরাতে জানা গেছে।

রোববার লুহানস্কের রিজিওনাল মিলিটারি এডমিনিস্ট্রেশনের প্রধান শেরেই হার্ডি জানিয়েছেন, স্কুলটিতে আশ্রয় নেয়া ৩০ জনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৭ জন আহত ব্যক্তিও রয়েছেন।

তিনি জানান, বোমা হামলার সময় স্কুলটিতে ৯০ জন আশ্রয় নিয়েছিলেন।

লুহানস্কের গভর্নর জানান, স্কুলভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

তিনি জানান, বেলোগোরোভকা এলাকায় স্কুলে হামলার ঘটনায় ধ্বংসস্তুপের নীচে অনেক মানুষ চাপা পড়ে আছে।

লুহানস্কের মেয়র এক টেলিগ্রাম পোস্টে জানিয়েছেন, ভবনের ধ্বংসস্তুপে আটকে পড়া ৬০ জনের সবাই সম্ভবত মারা গেছেন।

শনিবার স্থানীয় সময় রাত ৪ টা ৩৭ মিনিটে এই হামলা চালানো হয়।

সূত্র: সিএনএন, আল জাজিরা

মন্তব্য

Beta version