-->

ছিনতাইকারীর ধাক্কা: নিউইয়র্কে ট্রেনে কাটা পড়ল বাংলাদেশি শিক্ষার্থী

অনলাইন ডেস্ক
ছিনতাইকারীর ধাক্কা: নিউইয়র্কে ট্রেনে কাটা পড়ল বাংলাদেশি শিক্ষার্থী

নিউইয়র্কে ছিনতাইকারীর ধাক্কায় ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন এক বাংলাদেশি নারী শিক্ষার্থী।

স্থানীয় সময় বুধবার (১১ মে) রাত ৯টার দিকে নিউইয়র্কের ব্রুকলিনে এ ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম জিনাত হোসেন (২৪)। তিনি ব্রুকলিনের হান্টার কলেজের শিক্ষার্থী ছিলেন।

জানা গেছে, জিনাতের ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন ছিনতাইকারীরা। এসময় ট্রেনও চলে আসে। টানাহেঁচড়ার এক পর্যায়ে ছিনতাইকারীরা জিনাতকে ধাক্কা দিয়ে সাবওয়ে ট্রেন লাইনে ফেলে দেন। ট্রেনের চাকায় কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত কলেজছাত্রী নিউইয়র্কে বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি ডা. এনামুল হকের শ্যালিকার মেয়ে বলে জানা গেছে। ২০১৫ সালে বাবা মায়ের সঙ্গে  নিউইয়র্কে যান জিনাত। তার বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলার জগতপুর গ্রামে। বাবার নাম আমির হোসেন।

ব্রুকলিনে নিউইয়র্ক পুলিশ বাংলাদেশি কমিউনিটিকে জানিয়েছে, ব্রুকলিনের ইউটিকা স্টেশন থেকে জিনাতের মরদেহ উদ্ধার ঘটনার করেছে পুলিশ। তদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

মন্তব্য

Beta version