-->

ব্লাড ক্যানসারে আক্রান্ত পুতিন?

আন্তর্জাতিক ডেস্ক
ব্লাড ক্যানসারে আক্রান্ত পুতিন?
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন 'গুরুতর অসুস্থ' বলে দাবি করেছেন সাবেক এক ব্রিটিশ গুপ্তচর। তিনি বলেছেন, 'এই অসুখটি ঠিক কী তা স্পষ্ট নয়-এটি নিরাময়যোগ্য বা মারাত্মক কিছু।’ এদিকে, রাশিয়ান নেতার সাথে ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত একজন জানান যে, পুতিন ব্লাড ক্যানসারে আক্রান্ত এবং খুব অসুস্থ।

ওই ব্রিটিশ গুপ্তচরের নাম ক্রিস্টোফার স্টিল। ২০১৬ সালের মার্কিন নির্বাচনী প্রচারে রুশ হস্তক্ষেপের অভিযোগ করেছিলেন তিনি।

তিনি বলেছেন, 'অবশ্যই আমরা রাশিয়া এবং অন্য কোথাও সূত্র থেকে যা শুনছি, তা হলো পুতিন আসলেই মারাত্মক অসুস্থ।'

ইউক্রেন যুদ্ধের সময় থেকে রাশিয়ার প্রেসিডেন্টের স্বাস্থ্য নিয়ে জল্পনা আরও তীব্র হয়েছে। কারণ দেশটিতে গত সপ্তাহে বিজয় দিবস উদযাপনসহ পাবলিক ইভেন্টগুলো তেমনভাবে পালন করা হয়নি।

রুশ তথ্য অনুযায়ী, ইউক্রেন আক্রমণের আদেশ দেওয়ার কিছুক্ষণ আগে পুতিনের পিঠে অস্ত্রোপচার করা হয়েছিল।

সম্প্রতি পুতিন এবং রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীর মধ্যে একটি ভিডিও বৈঠকে দেখা গেছে যে, পুতিন একটি টেবিল শক্তভাবে আঁকড়ে ধরে আছেন।

এদিকে, এক ধনকুবেরের গোপন রেকর্ডিংয়ের তথ্য তুলে ধরেছে পশ্চিমা ম্যাগাজিন নিউজ লাইনস।

নিউজ লাইনস ম্যাগাজিন জানায়, ওই ধনকুবেরের গোপন রেকর্ডিংয়ে জানা গেছে, ব্লাড ক্যানসারে আক্রান্ত ভ্লাদিমির পুতিন।

এই গোপন রেকর্ডিংটি মার্চের মাঝামাঝি সময়ে করা হয়েছে বলে দাবি। যে ধনকুবের এ তথ্য তুলে ধরেছেন তিনি নিরাপত্তার কারণে নিজের নাম প্রকাশ করতে চাননি।

তিনি জানান, পুতিন বহুদিন ধরে ব্লাড ক্যানসারে আক্রান্ত।

সূত্র : ওয়ান ইন্ডিয়া, ওয়েবসাইট

মন্তব্য

Beta version