-->
শিরোনাম

শ্রীলঙ্কায় আরো নয়জন মন্ত্রী নিয়োগ

আন্তর্জাতিক ডেস্ক
শ্রীলঙ্কায় আরো নয়জন মন্ত্রী নিয়োগ
ফাইল ফটো

শ্রীলঙ্কায় আরো নয়জন মন্ত্রী নিয়োগের খবর পাওয়া গেছে।

শুক্রবার (২০ মে) তাদের নিয়োগ দেওয়া হয় বলে জানা গেছে।

নিমল সিরিপালা ডি সিলভা দেশটির বন্দর, নৌ ও বিমান মন্ত্রী হিসাবে নিয়োগ পেয়েছেন।

সুশীল প্রেমজয়ন্তা শিক্ষামন্ত্রী হিসাবে এবং কেহেলিয়া রামবুকওয়েলা স্বাস্থ্যমন্ত্রী হিসাবে, উইজেয়াদাসা রাজাপাকসেকে বিচার, কারাবিষয়ক, সাংবিধানিক সংস্কার মন্ত্রী, হারিন ফার্নান্দোকে পর্যটন ও ভূমি মন্ত্রী, রমেশ পাথিরানাকে প্ল্যান্টেশন ইন্ডাস্ট্রি মন্ত্রী, মানুশা নানায়াক্কারা শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী, নলিন ফার্নান্দো বাণিজ্যমন্ত্রী হিসাবে  নিয়োগ পেয়েছেন। 

খাদ্য নিরাপত্তাবিষয়ক মন্ত্রী তিরান অ্যালেসকে জননিরাপত্তাবিষয়ক মন্ত্রী হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে।

দেশটির প্রেসিডেন্টের কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, নতুন সর্বদলীয় সরকারের নয়জন মন্ত্রীকে শপথবাক্য পাঠ করাবেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে।

শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হিসেবে স্থানীয় সময় বৃহস্পতিবার (১২ মে) সন্ধ্যা ৭টার দিকে শপথ নেন রনিল বিক্রমাসিংহে। তাকে শপথবাক্য পাঠ করান লঙ্কান প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে।

৭৩ বছর বয়সী অভিজ্ঞ এ রাজনীতিবিদ শ্রীলঙ্কার ইউনাইটেড ন্যাশনাল পার্টির (ইউএনপি) নেতা। সহিংস বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে গত সোমবার (৯ মে) পদত্যাগ করার পর তার স্থলাভিষিক্ত হন তিনি।

উল্লেখ্য, ১৯৪৮ সালে স্বাধীনতা পাওয়ার পর এবার সবচেয়ে বেশি অর্থনৈতিক জটিলতার মধ্যে পড়েছে দেশটি।

মন্তব্য

Beta version