-->

'তাইওয়ানে চীনা আধিপত্য রুখতে বল প্রয়োগে প্রস্তুত যুক্তরাষ্ট্র'

আন্তর্জাতিক ডেস্ক
'তাইওয়ানে চীনা আধিপত্য রুখতে বল প্রয়োগে প্রস্তুত যুক্তরাষ্ট্র'
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

তাইওয়ানে চীনা আধিপত্য রুখে দিয়ে সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনে বল প্রয়োগে প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ কথা জানিয়েছেন।

সোমবার (২৩ মে) জাপানের রাজধানী টোকিওতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর বাইডেন এই প্রথম এশিয়া সফর করছেন।

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে বৈঠকের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জো বাইডেন এ অঞ্চলের চীনের একক কর্তৃত্ব রুখে দিতে সমমনা শক্তিগুলোকে এক জোট হওয়ার তাগিদ দিয়েছেন।

সম্প্রতি তাইওয়ানের ব্যাপারে কোনো ধরনের বাহ্যিক চাপ সহ্য করা হবে না বলে সতর্ক করেছে চীনা কর্তৃপক্ষ। তা সত্ত্বেও তাইওয়ানের ব্যাপারে যুক্তরাষ্ট্র তাদের পরিকল্পনায় কোনো ধরনের পরিবর্তন আনেনি। বাইডেনের নতুন এই ঘোষণার মধ্য দিয়ে তা আরও স্পষ্ট হলো।

সূত্র: আল-জাজিরা

মন্তব্য

Beta version