মিয়ানমারের একটি সমুদ্র সৈকত থেকে ১৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
স্থানীয় উদ্ধারকারী দল জানিয়েছে, কিছু রোহিঙ্গা নৌযানে করে মালয়েশিয়ায় পৌঁছানোর চেষ্টা করার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে ১২ জন নারী ও দুজন শিশু। খবর এএফপির।
ইয়াঙ্গুন থেকে ২০০ কিলোমিটার পশ্চিমে পাথেইন জেলার পুলিশের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল তুন শোয়ে বলেন, ‘১৪টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া নৌকার মালিকসহ ৩৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।’
মিয়ানমার রেসকিউ অর্গানাইজেশন প্যাথেইনের একজন সদস্য বলেছেন, গত রোববার তারা ৮টি মৃতদেহ উদ্ধার করেছিল।
যারা সবাই রোহিঙ্গা ছিলেন।
উদ্ধারকারী দলের সদস্যরা জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিদের বরাত দিয়ে জানান, নৌকায় ৬১ জন ছিলেন।
নৌকায় ছিলেন মিয়ানমারের রাখাইন রাজ্যের বুথিডাং, মংডু এবং সিতওয়ের বাসিন্দা।
মন্তব্য