-->
শিরোনাম

‘ইউক্রেনের গোলাবারুদ শেষ হয়ে গেছে’

আন্তর্জাতিক ডেস্ক
‘ইউক্রেনের গোলাবারুদ শেষ হয়ে গেছে’
ইউক্রেনের গোয়েন্দা বাহিনীর উপ-প্রধান ভাদিম ‍স্কিবিতস্কি (ফাইল ফটো)

যুদ্ধের ময়দানে রাশিয়ার সঙ্গে হেরে যাচ্ছেন ইউক্রেনের যোদ্ধারা। গোলাবারুদ শেষ হয়ে যাওয়াই যুদ্ধে হেরে যাওয়ার কারণ বলে এক সাক্ষাৎকারে জানিয়েছেন দেশটির গোয়েন্দা বাহিনীর উপ-প্রধান।

ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের সঙ্গে এক সাক্ষাৎকারে ভাদিম ‍স্কিবিতস্কি নামে ইউক্রেন গোয়েন্দা বাহিনীর এই কর্মকর্তা বলেন, এখন যুদ্ধ আর্টিলারির।

এই যুদ্ধের ওপর নির্ভর করবে ইউক্রেনের ভবিষ্যতে কী হবে।

ভাদিম ‍স্কিবিতস্কি বলেন, পশ্চিমা দেশগুলো আমাদের কী দেয় এখন সবকিছু তার ওপর নির্ভর করছে।

রাশিয়ার ১০ থেকে ১৫ আর্টিলারির বিপরীতে ইউক্রেনের ১টি আর্টিলারি আছে উল্লেখ করে তিনি বলেন, পশ্চিমা মিত্ররা তাদের থাকা ১০ শতাংশ আর্টিলারি আমাদের দিয়েছে।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গত শুক্রবার এক বক্তব্যে যুক্তরাজ্যের সহায়তার প্রশংসা করেন।

পাশাপাশি মিত্র দেশগুলোর কাছে তিনি পুনরায় অস্ত্র সহায়তার অনুরোধ করেন।

মন্তব্য

Beta version