-->
শিরোনাম
মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি

মমতার অনুরোধ তোয়াক্কা করছে না জনতা, চলছে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক
মমতার অনুরোধ তোয়াক্কা করছে না জনতা, চলছে বিক্ষোভ
পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়ার বিভিন্ন জায়গায় সড়ক ও রেল অবরোধ করা হয়েছে

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধের তোয়াক্কা না করেই বিক্ষোভ চলছে। অশান্তি রুখতে টুইট করে বিক্ষোভকারীদের উদ্দেশে কড়া বার্তা দিয়েছেন মমতা। তিনি বলেছেন, ’এসব হিংসাত্মক কাজ বরদাস্ত করা হবে না। এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

হজরত মোহাম্মদ (সা.)-কে নিয়ে দিল্লির বহিষ্কৃত বিজেপি মুখপাত্র নূপুর শর্মার আপত্তিকর মন্তব্য নিয়ে তোলপাড় চলছে। টুইটারে ওই মন্তব্যের নিন্দা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু ওই বিতর্ককে কেন্দ্র করে বিভিন্ন রাজ্যে শুরু হয় বিক্ষোভ।

পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়ার বিভিন্ন জায়গায় সড়ক ও রেল অবরোধ করা হয়েছে। চূড়ান্ত ভোগান্তির শিকার হন সাধারণ মানুষ। পরিস্থিতি সামলাতে বৃহস্পতিবার কার্যত হাত জোড় করে মুখ্যমন্ত্রী অনুরোধ জানিয়েছিলেন, 'দয়া করে রাস্তা অবরোধ করবেন না। আন্দোলন করতে হলে দিল্লি গিয়ে করুন। রাস্তা অবরোধ তুলে নিন, মানুষকে ঘরে ফিরতে দিন।'

কিন্তু তার সেই আবেদন উপেক্ষা করে শুক্রবারও দিনভর চলে বিক্ষোভ। বরং সেই বিক্ষোভ আরও তীব্র হয়ে ওঠে। দফায় দফায় জ্বলে আগুন। যার জেরে একাধিক এলাকায় জারি করতে হয় ১৪৪ ধারা। বন্ধ করা হয় হাওড়ার ইন্টারনেট পরিষেবা। আজ শনিবারও বিক্ষোভ চলছে। তাই এবার টুইটে হুঁশিয়ারি দিলেন মমতা।

তিনি লেখেন, 'আগেও বলেছি, দু’দিন ধরে হাওড়ার জনজীবন স্তব্ধ করে হিংসাত্মক ঘটনা ঘটানো হচ্ছে। এর পিছনে কিছু রাজনৈতিক দল আছে এবং তারা দাঙ্গা করাতে চায়-কিন্তু এসব বরদাস্ত করা হবে না এবং এ সবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা হবে। পাপ করল বিজেপি, কষ্ট করবে জনগণ?'

মন্তব্য

Beta version