-->

তুরস্ক সফরে সৌদি ক্রাউন প্রিন্স সালমান, স্বাভাবিক হচ্ছে সম্পর্ক?

আন্তর্জাতিক ডেস্ক

তুরস্ক সফরে সৌদি ক্রাউন প্রিন্স সালমান, স্বাভাবিক হচ্ছে সম্পর্ক?
সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান (ডানে)

সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান সরকারি সফরে গতকাল (বুধবার) তুরস্কে গেছেন। ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাসোগিকে হত্যার পর এটাই তার প্রথম তুরস্ক সফর।

এই সফরে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোয়ানের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের।

২০১৮ সালে তুরস্কের ইস্তাম্বুল শহরে সৌদি আরবের ভিন্নমতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার পর রিয়াদ ও আঙ্কারার মধ্যকার সম্পর্কের মারাত্মক অবনতি ঘটে। সে সময় তুর্কি সরকার খাশোগি হত্যাকাণ্ডের জন্য সরাসরি সৌদি যুবরাজ বিন সালমানকে দায়ী করে।

সে সময় এরদোয়ান প্রশাসন বলেছিল, সৌদি যুবরাজের নির্দেশে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এবং এর বিরুদ্ধে তুরস্ক শেষ পর্যন্ত আইনি লড়াই চালাবে। কিন্তু সম্প্রতি তুরস্ক জামাল খাশোগি হত্যা মামলার কার্যক্রম স্থগিত রাখার ঘোষণা দিয়েছে। মামলাটি এখন সৌদি আরব থেকে পরিচালিত হবে।

তবে সম্প্রতি দুই দেশের মধ্যে সম্পর্ক আবার উষ্ণ হতে শুরু করেছে। গত এপ্রিল মাসে তুর্কি প্রেসিডেন্ট এরাদাগান সৌদি আরব সফর করেন। সে সময় তিনি বিন সালমানের সঙ্গে বৈঠক করেছিলেন।

তুরস্ক আশা করছে, সৌদি আরবের সঙ্গে সম্পর্ক আগের মতোই সম্পূর্ণভাবে স্বাভাবিক হবে এবং নতুন অধ্যায় শুরু হবে।

মন্তব্য

Beta version