-->
শিরোনাম

'ডনবাসে ব্যাপক হামলা চালাচ্ছে রাশিয়া'

আন্তর্জাতিক ডেস্ক
'ডনবাসে ব্যাপক হামলা চালাচ্ছে রাশিয়া'
ইউক্রেনের ডনবাস অঞ্চলে তুমুল লড়াই চলছে (ছবি: রয়টার্স)

ইউক্রেনের ডনবাস অঞ্চলে ব্যাপক হামলা চালাচ্ছে রুশ বাহিনী। অঞ্চলটি ধ্বংস করতে চাচ্ছে রাশিয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই অভিযোগ করেছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, এখানে দখলদারদের লক্ষ্য অপরিবর্তিত রয়েছে। তারা ধাপে ধাপে পুরো ডনবাসকে ধ্বংস করতে চায়।ইউক্রেনের ভূখণ্ড রক্ষায় ভারী কামান সরবরাহের গতি আরও বাড়ানোর জন্য পশ্চিমা নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

প্রেসিডেন্টের শীর্ষ উপদেষ্টা ওলেক্সি আরেস্তোভিচ জানিয়েছেন, পূর্বাঞ্চলীয় শহর সেভেরোদোনেৎস্ক এবং লিসিচানস্কে সংঘাত চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।

তিনি বলেন, রুশ বাহিনী শিগগির ওই শহরগুলোকে ঘিরে ফেলতে পারে এবং ইউক্রেনের ভূখণ্ড থেকে তাদের বিচ্ছিন্ন করে ফেলতে পারে।

এদিকে খারকিভ অঞ্চলে রাশিয়ার হামলায় কমপক্ষে ২৫ জন নিহত হয়েছে। আঞ্চলিক গভর্নর জানিয়েছেন, গত মঙ্গল ও বুধবার খারকিভে হামলা চালানো হয়।

খারকিভ অঞ্চলের গভর্নর ওলেহ সিনেহুবোভ জানিয়েছেন, ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম এই শহরের আবাসিক জেলাগুলো এবং বিভিন্ন শহরে রাশিয়ার কামান হামলা অব্যাহত রয়েছে।

তিনি বলেন, রুশ দখলদাররা বেসামরিক লোকদের ওপর হামলা চালানোর ক্ষেত্রে কোনো ছাড় দিচ্ছে না।

মন্তব্য

Beta version