-->
শিরোনাম

রুশ হামলায় বিপর্যস্ত সেভেরোদোনেস্ক, পিছু হটছে ইউক্রেনীয় বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক
রুশ হামলায় বিপর্যস্ত সেভেরোদোনেস্ক, পিছু হটছে ইউক্রেনীয় বাহিনী
রুশ হামলায় বিপর্যস্ত হয়ে পড়েছে সেভেরোদোনেস্ক (ছবি: এপি)

রাশিয়ার সামরিক বাহিনী লুহানস্ক অঞ্চলের প্রশাসনিক কেন্দ্র সেভেরোদোনেস্ক তুমুল হামলা চালিয়েছে। রুশ হামলায় বিপর্যস্ত হয়ে পড়েছে শহরটি। এমতাবস্থায় মারিওপোলের মতো আবারও অবরুদ্ধ হয়ে পড়া ঠেকাতে শহরটি থেকে পিছু হটছে ইউক্রেনীয় বাহিনী।

শুক্রবার (২৪ জুন) লুহানস্কের গভর্নর সের্হি হাইদাই এ তথ্য নিশ্চিত করেছেন।

লুহানস্কের গভর্নর জানান, ইউক্রেনীয় সৈন্যদের সেভেরোদোনেস্ক ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এ পদক্ষেপকে ‘কৌশল’ অভিহিত করে নতুন অবস্থানে ফিরে এবং সেখানে যুদ্ধ চালিয়ে যাওয়ার আদেশ হয়েছে বলে জানান তিনি।

হাইদাই বলেন, ’আমাদের সৈন্যদের ফিরিয়ে আনতে হবে। বিধ্বস্ত অবস্থানে থাকার কোনো মানে হয় না। কারণ দুর্বল এলাকায় হতাহতের সংখ্যা প্রতিদিন বাড়বে।’

তিনি জানান, রুশ বাহিনী ক্রমশ জোলোট এবং তোশকিভকা থেকে লাইসিচানস্কের দিকে অগ্রসর হচ্ছে। রুশ বাহিনীর দখল থেকে পুনরুদ্ধার করা অঞ্চলগুলো আবারও হাতছাড়া হয়েছে। বর্তমানে ডনবাস অঞ্চলের দখল নিশ্চিতে সম্পূর্ণ মনোনিবেশ করেছে ইউক্রেনীয় বাহিনী।

প্রসঙ্গত, লুহানস্ক ও দোনেৎস্ক প্রদেশ দুটি নিয়ে ডনবাস গঠিত। অঞ্চলটিতে ২০১৪ সাল থেকেই রুশ ভাষীরা স্বাধীনতার দাবিতে লড়াই করছে। রুশ বাহিনী ইতোমধ্যে লুহানস্ক প্রদেশের প্রায় ৯৫ শতাংশ এবং দোনেৎস্কের ৬০ শতাংশের বেশি ভূখণ্ড দখলে নিয়েছে। 

সূত্র: এপি 

মন্তব্য

Beta version