-->

ইসরায়েলি হামলা: এক ফিলিস্তিনি কিশোর নিহত

আন্তর্জাতিক ডেস্ক
ইসরায়েলি হামলা: এক ফিলিস্তিনি কিশোর নিহত
ফাইল ছবি(সংগৃহীত)

ইসরায়েলি সেনাদের গুলিতে এক ফিলিস্তিনি কিশোর নিহত হয়েছে। অধিকৃত পশ্চিম তীরে এ ঘটনা ঘটেছে। ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার (২৫ জুন) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নিহত ফিলিস্তিনি কিশোরের বয়স ১৬।

এই ঘটনাকে ‘হত্যাকাণ্ড’ হিসেবে বর্ণনা করেছে ফিলিস্তিনের মন্ত্রণালয়।

এদিকে, ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, শনিবার ইসরায়েলি সেনাবহরে ঢিল ছুঁড়তে থাকা ফিলিস্তিনিদের একটি দলকে গুলি করার পরে ওই কিশোরের মৃত্যু হয়।

ইসরায়েলি সেনাবাহিনী জানায়, রামাল্লা শহরের কাছে একটি প্রধান সড়কে তাদের দিকে পাথর নিক্ষেপ করছিল ওই ফিলিস্তিনিদের দলটি। দলটি ইসরায়েলি সেনাবাহিনীর থামার নির্দেশনা মেনে চলতে অস্বীকার করেছিল।

তারা আরও জানায়, ঘটনাস্থলে সৈন্যরা শেষ অবলম্বন হিসাবে গুলি চালায়। স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি অনুসারে সন্দেহভাজনদের থামাতে এটি করা হয়।

সূত্র: রয়টার্স

মন্তব্য

Beta version