ঢাকা: ইউক্রেন চারটি অধিকৃত অঞ্চলে সংযুক্তিকরণ ভোট (গণভোট) মঞ্চস্থ করার জন্য শাস্তি হিসাবে রাশিয়ার উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করার জন্য ইইউকে আহ্বান জানিয়েছে ইউক্রেন।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) ফরাসী পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন কোলোনার সঙ্গে কিয়েভে আলোচনার পর ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা বলেছেন- ‘তথাকথিত গণভোটের প্রতিক্রিয়া যত নরম হবে, রাশিয়ার আরও অঞ্চলগুলিকে বর্ধিত করতে এবং সংযুক্ত করার অনুপ্রেরণা তত বেশি হবে।’
তিনি বলেন- ‘অষ্টম (ইইউ) নিষেধাজ্ঞা প্যাকেজের বিষয়বস্তুতে, আমরা দেখতে পাব যে ইইউ গণভোটের সমস্যাটিকে কতটা গুরুত্ব সহকারে নেয়।’
এসময় কোলোনা বলেছেন- ইউক্রেনের জন্য ফরাসি সমর্থন ছিল ব্যাপক এবং মানবিক সহায়তা, আর্থিক সহায়তা এবং সামরিক বা কূটনৈতিক সহায়তা। যার পরিমান মোট ২ বিলিয়ন ডলারের বেশি।
তিনি বলেন- ‘সবাই দেখতে পাবে রাশিয়া আরও একটি অচলাবস্থার মধ্যে ডুবে যাচ্ছে, তা সামরিকভাবে হোক বা তার নিজস্ব লোকদের মাধ্যমে হোক।’
ভোরের আকাশ/জেএস/
মন্তব্য