-->
শিরোনাম

আফগানিস্তানে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক
আফগানিস্তানে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭

আফগানিস্তানের উত্তরাঞ্চলে রাস্তার ধারে বোমা বিস্ফোরণে অন্তত সাতজন নিহত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা এমন তথ্য দিয়েছেন। সহিংসতাপূর্ণ দেশটিতে এটা সর্বশেষ হামলা।

 

মঙ্গলবার স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, মাজার-ই-শরিফ শহরে সকাল ৭টায় ওই বিস্ফোরণের ঘটনা সংঘটিত হয়। একটি বাসে ওই হামলা হয়। নিহতদের মধ্যে একটি পেট্রোলিয়াম কোম্পানির কর্মচারীও রয়েছেন।

 

বলখ প্রদেশের মাজার-ই-শরিফ শহরের পুলিশ বিভাগের আসিফ ওয়াজিরি বলেছেন, বোমাটি রাস্তার পাশে একটি গাড়িতে রাখা হয়েছিল। বাসটি আসার সঙ্গে সঙ্গে এটা বিস্ফোরিত হয়।

 

উত্তর বলখ প্রদেশে উজবেকিস্তানের সীমান্তের কাছে হাইরাতান শহরে আফগানিস্তানের অন্যতম প্রধান বন্দর রয়েছে। সেখানে মধ্য এশিয়ার সঙ্গে রেল ও সড়ক যোগাযোগ রয়েছে।

 

এই হামলার পেছনে কারা ছিল, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি। কয়েক দশকের যুদ্ধের পর আফগানিস্তানে নিরাপত্তা আনতে তালেবান সরকারের প্রতিশ্রæতির মধ্যে এ হামলার ঘটনা সংঘটিত হয়েছে।

 

এর আগে গত মাসে বালখ প্রদেশের সামাঙ্গন অঞ্চলের শহর আইবাকের একটি স্কুলে বিস্ফোরণে কমপক্ষে ১৯ জন নিহত এবং ২৪ জন আহত হয়েছে।

 

সূত্র : আলজাজিরা।

 

মন্তব্য

Beta version