-->

ইমরান খানকে গ্রেপ্তারের চেষ্টা সমর্থকদের কঠিন প্রতিরোধে পিছু হটল পুলিশ

নিজস্ব প্রতিবেদক
ইমরান খানকে গ্রেপ্তারের চেষ্টা সমর্থকদের কঠিন প্রতিরোধে পিছু হটল পুলিশ

টানা দুই দিন চেষ্টা করেও ইমরান খানকে গ্রেপ্তার করতে পারেনি পাকিস্তানি পুলিশ ও রেঞ্জার্সের যৌথ দল। সমর্থকদের বাধার দেয়াল ভাঙতে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত পিছু হটেছে নিরাপত্তা বাহিনী। এর পরপরই উল্লাসে মেতে ওঠেন পিটিআইয়ের নেতাকর্মীরা। খবর ডনের।

 

বুধবার দুপুরে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) টুইটার অ্যাকাউন্ট থেকে শেয়ার করা একটি ভিডিওতে ইমরান খানের জামান পার্কের বাড়ির সামনে থেকে আইনশৃঙ্খলা বাহিনী সরে যাওয়ার পর পিটিআই কর্মীদের বাঁধভাঙা উল্লাস দেখা গেছে।

 

এর আগে বুধবার সকালে পুলিশ ও রেঞ্জার্সদের যৌথ দল সাঁজোয়া যান নিয়ে আরো আক্রমণাত্মকভাবে ইমরান খানের বাড়িতে ঢোকার চেষ্টা চালায়। কিন্তু পিটিআই কর্মীদের প্রবল বাধার মুখে ব্যর্থ হয় তারা। বাধে তুমুল সংঘর্ষ।

 

এ সময় পিটিআই কর্মীরা নিরাপত্তা বাহিনীর দিকে ইট-পাথর নিক্ষেপ করে। তাদের ছত্রভঙ্গ করতে জলকামান-টিয়ারগ্যাসের পাশাপাশি পুলিশ গুলিও চালিয়েছে বলে অভিযোগ করেছে পিটিআই।

 

তবে পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের সংবাদদাতা জানিয়েছেন, বুধবার দুপুরের দিকে ইমরান খানের জামান পার্কের বাড়ির কাছ থেকে পিছু হটেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এটিকে বিজয় হিসেবে ধরে নিয়ে উৎসবে মেতে ওঠেন পিটিআই কর্মীরা।

 

টুইটারে পিটিআই জানিয়েছে, দলের আরো কর্মী জামান পার্কে পৌঁছাচ্ছেন। ক্ষমতাসীন সরকারের ‘কুমতলব’ সফল হতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা। দলটির শেয়ার করা পৃথক এক ভিডিওতে ইমরান খানকে গ্যাসমাস্ক পরা অবস্থায় বাড়ির সীমানার ভেতর দলীয় কর্মীদের সঙ্গে কথা বলতে দেখা গেছে।

 

সাবেক এ প্রধানমন্ত্রী অভিযোগ করেছেন, পুলিশের আসল উদ্দেশ্য তাকে অপহরণ ও হত্যা করা। এর জন্যই গ্রেপ্তারের নাটক সাজানো হয়েছে বলে দাবি করেছেন তিনি। এটি প্রতিরোধে জনগণকে রাস্তায় নেমে আসার আহব্বান জানিয়েছেন ৭০ বছর বয়সি এ নেতা।

 

জানা গেছে, তোশাখানা মামলায় আদালতের জারি করা পরোয়ানার ভিত্তিতে ইমরান খানকে গ্রেপ্তার করতে গেছে পুলিশ। তার বিরুদ্ধে চলমান চারটি মামলার মধ্যে কেবল এই একটিতেই গ্রেপ্তারি পরোয়ানা বাতিল হয়নি। ইমরান খানকে গ্রেপ্তারের জন্য ইসলামাবাদ পুলিশের একটি দল সোমবার থেকেই লাহোরে রয়েছে।

 

তবে পিটিআই চেয়ারম্যানের গ্রেপ্তার ঠেকাতে তার জামান পার্কের বাড়ি ঘিরে রাখে বিপুল সংখ্যক কর্মী-সমর্থক। তারা পুলিশের দিকে পাথর নিক্ষেপ করলে পুলিশও টিয়ারগ্যাস ছোড়ে। এরপরও ভেতরে যেতে না পারায় অতিরিক্ত নিরাপত্তা সদস্য ডাকা হয়। সৃষ্টি হয় চরম উত্তেজনা।

 

ভোরের আকাশ/নি 

মন্তব্য

Beta version