দুবাই অ্যাপার্টমেন্ট ব্লকে অগ্নিকান্ড: নিহত ১৬, আহত ৯

অনলাইন ডেস্ক
দুবাই অ্যাপার্টমেন্ট ব্লকে অগ্নিকান্ড: নিহত ১৬, আহত ৯

উপসাগরীয় ধনী দেশ আমিরাতের দুবাইতে একটি আবাসিক ভবনে অগ্নিকান্ডে ১৬ জন নিহত এবং ৯ জন আহত হয়েছে। স্থানীয় মিডিয়া এ কথা জানিয়েছে।

 

শনিবার দুপুরে নগরীর পুরাতন অংশে আল-রাস এলাকায় একটি ভবনের চতুর্থ তলায় অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে।

 

বেসামরিক প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে বলেছে, প্রাথমিক তদন্তে দেখা গেছে ‘বিল্ডিং সুরক্ষা এবং সুরক্ষার প্রয়োজনীয় ব্যবস্থা মেনে না চলার কারণে এই আগুন লেগেছে।’

 

সংযুক্ত আরব আমিরাতের সাতটি আমিরাতের মধ্যে দুবাইয়ের জনসংখ্যা প্রায় ৩৩ লাখ, যাদের প্রায় ৯০ শতাংশ বিদেশী।

 

নিহতদের জাতীয়তা প্রকাশ করা হয়নি।

 

-বাসস

 

ভোরের আকাশ/নি 

মন্তব্য