-->
শিরোনাম

ইউরোপে গ্যাসের দাম বাড়ছে

অনলাইন ডেস্ক
ইউরোপে গ্যাসের দাম বাড়ছে

লন্ডনের আইসিই (আন্ত:মহাদেশীয় এক্সচেঞ্জ) অনুসারে সোমবার ইউরোপে গ্যাসের দাম ১৮%-এর বেশি বেড়েছে এবং প্রতি ১,০০০ ঘনমিটারে ৩৫০ ডলার ছাড়িয়েছে৷

 

নেদারল্যান্ডসের টিটিই (টাইটেল ট্রান্সফার ফ্যাসিলিটি) ভার্চুয়াল হাবে জুলাইয়ের গ্যাস সরবরাহের আগাম মূল্য প্রতি ১,০০০ ঘনমিটারে বেড়ে দাঁড়িয়েছে ৩৫৭ মার্কিন ডলার বা বর্তমান ডলার ও ইউরোর বিনিময়হার অনুযায়ি প্রতি এমডব্লিউএইচ (এ মেগাওয়াট আওয়ার, প্রতি ঘন্টায় ১,০০০ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদনের সমতুল্য) এর মূল্য দাঁড়িয়েছে ৩২.০৮ ইউরো।- বাসস

 

নরওয়ের উত্তরাঞ্চলে হ্যামারফেস্ট এলএনজি প্ল্যান্টের গ্যাস লিকের কারণে ৩১ মে প্ল্যান্ট বন্ধ করা হয়েছিল। হ্যামারফেস্ট এলএনজি প্ল্যান্ট নরওয়েজিয়ান গ্যাস রপ্তানিতে প্রায় ৫% এর জন্য অবদান রাখে।

 

প্রতি বছর গড়ে ৬.৫ বিলিয়ন ঘনমিটার এলএনজি সরবরাহ করে। এ ঘটনায় গত সপ্তাহে ইউরোপে গ্যাসের দাম বৃদ্ধি পায়। নরওয়েজিয়ান গ্যাস ট্রান্সমিশন প্রদানকারী গাসকোর পরিসংখ্যান অনুসারে ১৪ জুন থেকে প্ল্যান্টটি আবার চালু হবে।

 

ভোরের আকাশ/নি 

মন্তব্য

Beta version