-->
শিরোনাম

পশ্চিম তীরে বসতিস্থাপনার কাছে গুলিতে ৪ জন নিহত

অনলাইন ডেস্ক
পশ্চিম তীরে বসতিস্থাপনার কাছে গুলিতে ৪ জন নিহত

ইসরাইল অধিকৃত পশ্চিম তীরে একটি বসতিস্থাপনার কাছে মঙ্গলবার চারজনকে গুলি করে হত্যা করা হয়েছে। ফিলিস্তিনে সেনা অভিযানে ছয় ফিলিস্তিনি নাগরিক নিহত হওয়ার একদিন পর এ ঘটনা ঘটলো। ইসরাইলি কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।

 

ইসরাইল-ফিলিস্তিন সংঘাতকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া সহিংসতার ঢেউয়ের মধ্যে সর্বশেষ তারা প্রাণ হারালো। এদিকে পরিসংখ্যান অনুযায়ী মঙ্গলবারের এ ঘটনার আগে চলতি বছর চালানো বিভিন্ন হামলায় কমপক্ষে ১৬৬ জন ফিলিস্তিনের, ২১ জন ইসরাইলের, ইউক্রেনের একজন এবং ইতালির একজন নাগরিক নিহত হয়েছে।-বাসস 

 

মেয়র ও এক বাসিন্দা টেলিফোনে এএফপি’কে জানায়, নাবলুসের কাছে হুওয়ারাতে প্রায় একশ’ ইহুদি বসতি স্থাপনকারী বাসিন্দাদের উপর হামলা চালায় এবং কৃষি জমিতে আগুন ধরিয়ে দেয়। এটি স্পষ্টতই ফেব্রুয়ারিতে ফিলিস্তিনি হামলায় দুই ইসরাইলি নাগরিকের প্রাণহানির ঘটনার ধারাবাহিকতার পুনরাবৃত্তি। ঘটনাস্থলে এএফপি’র এক সাংবাদিক জলপাই বাগানে আগুন দেখতে পান।

 

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানায়, গুলিবর্ষণের ঘটনায় কয়েক ডজন লোক আহত হয়েছে।

 

পশ্চিম তীরের উত্তরে এলির কাছে আল-লুব্বান আল- শারকিয়াতে এবং আরেকটি শহর বেইত ফুরিকে সন্ধ্যায় অন্যান্য বসতি স্থাপনকারীদের হামলার খবর পাওয়া গেছে।

 

ইসরাইলের মেগান ডেভিড অ্যাডম (এমডিএ) জরুরি সার্ভিসের একজন মুখপাত্র জানান, তাদের চিকিৎসকরা চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করলেও তাদের জাতীয়তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি।

 

১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধের পর থেকেই পশ্চিম তীর ইসরাইলের দখলে রয়েছে। এক্ষেত্রে পূর্ব জেরুজালেম ব্যতীত ভূখ-টিতে বর্তমানে প্রায় ৪৯০,০০০ ইসরাইলি নাগরিক বসবাস করছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী এসব লোকের বসতি অবৈধ বলে বিবেচনা করা হয়।

 

ভোরের আকাশ/নি 

মন্তব্য

Beta version