-->
শিরোনাম

ঘানায় বন্দুকধারীদের হামলায় ৯ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক
ঘানায় বন্দুকধারীদের হামলায় ৯ জন নিহত

ঘানার উত্তরাঞ্চলীয় একটি জেলা শহরে এক বাসে বন্দুকধারীদের হামলায় নয়জন নিহত হয়েছে। শহরটি বুরকিনা ফাসোর সীমান্তে অবস্থিত। সেখানে ইসলামপন্থী সহিংসতা নিয়ে জাতিগত উত্তেজনা ও উদ্বেগ রয়েছে। শুক্রবার স্থানীয় এক কর্মকর্তা এই কথা জানিয়েছেন। খবর এএফপি’র।-বাসস 

 

বৃহস্পতিবার সকালে একটি বাস লক্ষ্য করে হামলা চালানো হয়। বাসটিতে অধিকাংশ যাত্রীই ছিল নারী। তারা স্থানীয় একটি বাজারে যাচ্ছিল। ঘানার আপার ইস্ট রিজিওনের পুসিগা জেলার অস্থিরতাপূর্ণ বাউকু এলাকায় এই হামলা চালানো হয়।

 

স্থানীয় মেয়র পুসিগা জেলার প্রধান জুবেইরু আব্দুলাই এএফপি’কে বলেন, বুরকিনা ফাসো এবং টোগো উভয় দেশের সীমান্তের কাছে একটি জঙ্গলের কাছে বাসটি অতর্কিত হামলার শিকার হলে নয়জন নিহত হয়।

 

তিনি আরো বলেন, বাসটির বেশির ভাগ যাত্রীই ছিল নারী এবং বাইকু এলাকায় চরম অস্থিরতা বিরাজ করায় পুলিশি পাহারায় বাসটি নিয়ে যাওয়া হচ্ছিল।

 

তিনি বলেন, ‘পুলিশ ঘটনাটি তদন্ত করছে। হামলার মূল কারণ উদঘাটনে তদন্তে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।’

 

ভোরের আকাশ/নি 

মন্তব্য

Beta version