ভারতে গত ১৫ সেপ্টেম্বর থেকে নিপাহ ভাইরাসে আক্রান্ত নতুন করে কোন রোগী শনাক্ত হয়নি। এই মাসের শুরুতে দেশটি এই ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয় এবং এতে দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই কথা জানিয়েছে। খবর এএফপি’র।
ডব্লিউএইচও’র মতে, নিপাহ ভাইরাসের কোন টিকা নেই এবং এতে মৃত্যুর হার ৪০ থেকে ৭৫ শতাংশ।বাসস
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ১২ থেকে ১৫ সেপ্টেম্বর দেশটির দক্ষিণাঞ্চলীয় কেরালা রাজ্যের কোঝিকোড় জেলায় ছয়টি পরীক্ষাগারে নিপাহ ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়। এদের মধ্যে দুইজন প্রাণ হারায়।
এই ভাইরাস ছড়িয়ে পড়ার বিষয়ে হালনাগাদ করা তথ্যে ডব্লিউএইচও জানায়, নিপাহ ভাইরাসে আক্রান্ত প্রথম ব্যক্তি কীভাবে সংক্রমিত হয়েছে সে ব্যাপারে কিছু জানা যায়নি। তবে অন্যান্যরা ছিল প্রথম ব্যক্তির পারিবারিক ও হাসপাতাল সংযোগের কারণে।
জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা জানায়, ১২ সেপ্টেম্বর থেকে ৩৮৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে ছয়জন নিপাহ ভাইরাস পজিটিভ ছিল। বাকি সব নমুনা নেগেটিভ ছিল।
তারা আরও জানায়, ১৫ সেপ্টেম্বর থেকে নিপাহ ভাইরাসে আক্রান্ত নতুন করে কোন রোগী শনাক্ত হয়নি।
ভোরের আকাশ/নি
মন্তব্য