ইতিহাসে প্রথমবারের মতো যুক্তরাজ্যের অর্থমন্ত্রীর দায়িত্ব পেলেন একজন নারী। দেশটির নতুন মন্ত্রিসভার সদস্য হিসেবে গতকাল শুক্রবার (৫ জুলাই) র্যাচেল রিভসের নাম ঘোষণা করেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। জানা গেছে, শিক্ষাজীবন থেকেই লেবার পার্টির সাথে জড়িত ছিলেন যুক্তরাজ্যের ইতিহাসে প্রথম নারী অর্থমন্ত্রী র্যাচেল। ২০১০ সালে প্রথমবার এমপি হিসেবে নির্বাচিত হন তিনি।
৪৫ বছরের এই রাজনীতিক ব্যাংক অব ইংল্যান্ডে কাজ করেছেন। ছায়ামন্ত্রী হিসেবেও দায়িত্ব সামলেছেন একাধিকবার।
২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত ছিলেন জ্বালানি ও শিল্প কমিটির প্রধান। কেইর স্টারমার লেবার প্রধান নির্বাচিত হওয়ার পর থেকেই বাণিজ্য ও অর্থনীতি বিষয়ক বিভিন্ন দায়িত্ব পালন করেছেন র্যাচেল।
ভোরের আকাশ/মি
মন্তব্য