-->
শিরোনাম

নেপালের কাস্কিতে স্প্যানিশ পর্যটকের মৃতদেহ উদ্ধার, নিখোঁজ আরো ১

নেপাল প্রতিনিধি
নেপালের কাস্কিতে স্প্যানিশ পর্যটকের মৃতদেহ উদ্ধার, নিখোঁজ আরো ১

নিখোঁজ হওয়া দুই স্প্যানিশ পর্যটকের মধ্যে একজনের লাশ পাওয়া গেছে কাস্কির অন্নপূর্ণা গ্রামীণ পৌরসভায়। এরিক কাসানোভাস এবং মোলাস জাঙ্কা মিসির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় টিখেধুঙ্গা থেকে উল্লেরি হয়ে ঘোরপানি পর্যন্ত ট্রেক করার সময়।

উপ-পুলিশ সুপার বসন্ত কুমার শর্মার মতে, সশস্ত্র পুলিশ ফোর্স কালিকা ব্যাটালিয়নের পাঁচ ডুবুরি ও স্থানীয় পুলিশ এবং বাসিন্দাদের সমন্বয়ে গঠিত একটি দল মঙ্গলবার ভূরুংদী নদীতে বালিতে পুঁতে থাকা অবস্থায় এরিকের লাশ দেখতে পায়।

পর্যটকরা রবিবার সকাল ১০টা ২১ মিনিটে ঘোরপানি ট্রেকের জন্য নিবন্ধন করেছিলেন, কিন্তু নিবন্ধন করা ট্র্যাকে না গিয়ে পুরানো ট্রেকিং রুট বেছে নিয়েছিলেন,অন্নপূর্ণা কনজারভেশন এরিয়া প্রজেক্টের (এসিএপি) বীরথান্তি চেকপোস্টের ইনচার্জ ইয়াম বাহাদুর গুরুং বলেছেন।

তিনি বলেন, ভূরুংদি রিভুলেট জলপ্রপাতের কাছে স্থানীয়রা দুটি ব্যাগ এলোমেলো অবস্থায় পরে থাকতে দেখে ধরে নেয়, ফটো তোলার সময় পর্যটকরা নদীতে পরে থাকতে পারে বলে সন্দেহ করেন। সেই সন্দেহের সূত্র ধরে সোমবার জুড়ে একটি অনুসন্ধান অভিযান চালানো হয়েছিল।

সোমবার জলপ্রপাতের কাছে একটি ট্রেকিং লাঠি দেখতে পায় পুলিশ ও স্থানীয়রা।

সব শেষে খভূরুংদী নদীর বালিতে পুরুষ পর্যটকের লাশ পাওয়া গেলেও মহিলা পর্যটকের কোন খোঁজ পাওয়া যায়নি এখন প্রর্যন্ত। পুলিশ জানিয়েছে, নিখোঁজ মহিলা পর্যটকের খোঁজে তল্লাশি চলছে।

 

ভোরের আকাশ/মি

মন্তব্য

Beta version