-->
শিরোনাম

নেপাল ঘোরপানিগামী স্প্যানিশ ট্রেকাররা দুই দিন ধরে নিখোঁজ

নেপাল প্রতিনিধি
নেপাল ঘোরপানিগামী স্প্যানিশ ট্রেকাররা দুই দিন ধরে নিখোঁজ

নেপাল এর ঘোরেপানি ট্র্যাকিংয়ে দুই স্প্যানিশ পর্যটক নিখোঁজ হয়েছেন। ঘোরপানি একটি বিখ্যাত পর্যটন স্থান। দু'জন স্প্যানিশ- একজন পুরুষ, এরিক কাসানোভাস এবং একজন মহিলা, মোলাস মিসি- রবিবার কাস্কির অন্নপূর্ণা গ্রামীণ পৌরসভা-৯-এর টিখেধুঙ্গা থেকে উল্লেরি হয়ে ঘোরপানির দিকে যাচ্ছিলেন, কিন্তু তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, গ্রামীণ এলাকার মুখপাত্র ভারত মান গুরুং জানিয়েছেন। রোববার সন্ধ্যায় ভুরুংদী নদীর ব্রিজের কাছে দুটি পর্যটকের ব্যাগ পাওয়া যায়। তারা পুরাতন পথ অনুসরণ করায় নদীতে ভেসে গেছে বলে সন্দেহ করা হচ্ছে।

বীরথান্তির ACAP চেকপোস্টে তাদের নাম নথিভুক্ত করেছিল, উল্লেখ করে যে তারা রবিবার সকালে ঘোরপানি যাচ্ছিল," গুরুং বলেন, নিখোঁজদের সন্ধান অব্যাহত রয়েছে, কারণ তারা নদীর স্রোতে ভেসে গেছে বলে সন্দেহ করা হচ্ছে।

স্রোতে ছবি তোলার সময় তারা প্লাবিত নদীতে পড়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

যেখানে তাদের ব্যাগ পাওয়া গেছে সেখানে একটি সুন্দর স্রোত রয়েছে। তল্লাশির সময় পুলিশ, এলাকাবাসী ও জনপ্রতিনিধিদের যৌথ দল দুটি হাঁটার লাঠিও পায়।নিখোঁজ দুই পর্যটকের বিষয়ে সংশ্লিষ্ট দূতাবাসকে জানানো হয়।

ভোরের আকাশ/ সু

মন্তব্য

Beta version