আর মাত্র পাঁচ দিন পর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। ৫ নভেম্বর অনুষ্ঠিতব্য এ নির্বাচনের দিকে তাকিয়ে আছে সারাবিশ্ব। কেননা, এই নির্বাচনেই মার্কিনিদের পাশাপাশি অনেক দেশের ভাগ্য নির্ধারণ হয়। বেশ কয়েকজন প্রার্থী এতে অংশ নিলেও আলোচনায় আছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। প্রচারণার শেষ মুহূর্তে তারা একে অপরকে কড়া ভাষায় আক্রমণ করছেন। একই সঙ্গে তারা তুলে ধরছেন কর্মপরিকল্পনা। সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প সবচেয়ে বেশি জোর দিয়েছেন কর্মসংস্থানে। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিস জোর দিয়েছেন মূল্যস্ফীতি কমিয়ে আনার ওপর।
ডোনাল্ড ট্রাম্প পেনসিলভেনিয়ার অ্যালেন্টাউনে তার শেষ প্রচারণা সমাবেশে বিভিন্ন বিষয় তুলে ধরেছেন। তিনি যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টির বিষয়গুলোকে গুরুত্ব দেন এবং পূর্ববর্তী প্রশাসনের সফলতা নিয়ে আলোচনা করেন। ট্রাম্প দাবি করেন, তার নেতৃত্বে দেশ আরও শক্তিশালী ও নিরাপদ হয়েছে।
তিনি বিদেশি প্রতিযোগিতার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অবস্থান এবং অভিবাসন নীতির বিষয়ে কঠোর মনোভাব প্রকাশ করেন। সমাবেশে উপস্থিত সমর্থকদের উদ্দেশে তিনি আগামীর নির্বাচনে জয়ী হওয়ার জন্য তাদের সহযোগিতা চেয়েছেন এবং প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, তিনি আবারও যুক্তরাষ্ট্রকে প্রথম স্থানে রাখতে কাজ করবেন। নির্বাচনে কারচুপির বিষয়ে তিনি বলেন, তার প্রতিদ্বন্দ্বীরা নির্বাচনে কারচুপি করবে এবং কারচুপির জন্য সমস্ত ব্যবস্থার আয়োজন করে রেখেছে।
সামগ্রিকভাবে, ট্রাম্পের বক্তব্যে জাতীয় নিরাপত্তা, অর্থনীতি এবং তার প্রশাসনের অর্জনগুলো মূল বিষয় ছিল। ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের করা অভিযোগ ‘প্রজেক্ট ২০২৫’ এর বিষয়ে ট্রাম্প বলেন, ‘প্রজেক্ট ২০২৫’ সম্পর্কে তিনি কিছু জানেন না এবং তিনি সবসময় তা থেকে দূরে অবস্থান করেছেন। তিনি বলেন, এর পেছনে কে বা কারা আছেন, তা তিনি জানেন না।
ট্রাম্পের প্রশ্ন, "চার বছর আগের তুলনায় আপনি কি এখন ভালো অবস্থায় আছেন?" ট্রাম্প কমলার তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, কমলা হ্যারিস নেতৃত্ব দেওয়ার যোগ্যতা হারিয়েছেন এবং তিনি আমাদেরকে লজ্জিত করেছেন।
ডোনাল্ড ট্রাম্প তার শেষ বক্তব্যে মূল্যস্ফীতি নিয়ে বলেন, জ্বালানির উৎপাদন বাড়িয়ে ও ট্যাক্স কমিয়ে তিনি মূল্যস্ফীতি হ্রাস করতে চান। তার মতে, এই নীতিগুলো খাদ্য ও জ্বালানির খরচ কমাবে যা সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে সহায়ক হবে।
ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস তার নির্বাচনি প্রচারণার সমাপনী বক্তব্যে আমেরিকার ঐক্যের ওপর জোর দিয়ে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি ইতিবাচক পথের প্রতিশ্রুতি দেন। কমলা হ্যারিস ভোটারদের নির্বাচনের তাৎপর্য তুলে ধরে বলেন, "এই নির্বাচন আপনার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন। এটি শান্তি ও বিশৃঙ্খলার মধ্য থেকে যেকোনো একটিকে বেছে নেওয়ার নির্বাচন।" এদিকে, কমলা হ্যারিস বলেন, আমেরিকার জন্য তার দৃষ্টিভঙ্গি হলো জনগণের কল্যাণকে অগ্রাধিকার ও সবার উন্নতি নিশ্চিত করা। তিনি তার নির্বাচনি প্রচারণার সমাপনী বক্তব্যে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করতে ভোলেননি। রাজধানী ওয়াশিংটন ডিসির এলিপ্সে কমলা ট্রাম্পের তীব্র নিন্দা ও সমালোচনা করে বলেন, "ট্রাম্প আমলের নীতিগুলো আমেরিকান সমাজে বিভাজন বাড়িয়েছে এবং অর্থনীতির ক্ষতি সাধন করেছে।" ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস ট্রাম্পের ‘প্রজেক্ট ২০২৫’ এর কঠোর সমালোচনা করেন। কমলা হ্যারিস ‘প্রজেক্ট ২০২৫’ এর সমালোচনা করে বলেন, "এটি ট্রাম্পের চূড়ান্ত ক্ষমতা অর্জনের একটি বিপজ্জনক পরিকল্পনা।" তিনি বলেন, এই পরিকল্পনার মাধ্যমে শিক্ষা বিভাগকে বিলুপ্ত করার এবং সামাজিক নিরাপত্তা ও মেডিকেয়ার কেটে দেওয়ার প্রস্তাব করা হয়েছে, যা মানুষের জন্য ক্ষতিকর ও বিপজ্জনক। মূল্যস্ফীতি নিয়ে এই ডেমোক্র্যাট হেভিয়েট প্রার্থী বলেন, "মূল্যস্ফীতি আমেরিকায় বেড়েছে। মূল্যস্ফীতি কমানো উচিত এবং আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো খরচ কমানো, যা মহামারির আগেও বাড়ছিল এবং এখনো অনেক বেশি।" তিনি বলেন, প্রায় চার বছর আগে এই স্থানে ডোনাল্ড ট্রাম্প দাঁড়িয়ে ছিলেন এবং জনগণের ইচ্ছাকে দমন করার জন্য সশস্ত্র জনতাকে পাঠিয়েছিলেন।
ভোরের আকাশ/রন
মন্তব্য