-->

বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী মার্কিন নির্বাচনে

অনলাইন ডেস্ক
বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী মার্কিন নির্বাচনে

মার্কিন যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে অংশ নিচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত ছয় জন প্রার্থী। এরা কেউই নতুন প্রার্থী নন, বরং তাদের বেশিরভাগই বিভিন্ন অঙ্গরাজ্যের নির্বাচিত প্রতিনিধি হিসেবে কাজ করছেন এবং এবার পুনরায় নির্বাচনে দাঁড়িয়েছেন।

জর্জিয়া অঙ্গরাজ্যের সিনেট ডিস্ট্রিক্ট-৫ থেকে টানা চতুর্থবারের মতো নির্বাচনে অংশ নিচ্ছেন কিশোরগঞ্জের সন্তান শেখ এম রহমান, এবং একই অঙ্গরাজ্যের ডিস্ট্রিক্ট-৭ থেকে সিনেটর হিসেবে পুনর্নির্বাচিত হওয়ার প্রতিদ্বন্দ্বিতায় আছেন নোয়াখালীর নাবিলা ইসলাম। কানেক্টিকাটের ডিস্ট্রিক্ট-৪ থেকে সিনেট পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চাঁদপুরের মাসুদুর রহমান, এবং ভার্জিনিয়ার ডিস্ট্রিক্ট-৩৭ থেকে ভোটযুদ্ধে আছেন নোয়াখালীর সাদ্দাম সেলিম। এই চারজনই ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী।

অন্যদিকে, নিউ হ্যাম্পশায়ারের স্টেট হাউস অব রিপ্রেজেনটেটিভসের রকিংহ্যাম ডিস্ট্রিক্ট-২০ থেকে রিপাবলিকান প্রার্থী হিসেবে ষষ্ঠবারের মতো নির্বাচনে লড়ছেন পিরোজপুরের আবুল বি খান। এছাড়া নিউ জার্সির প্লেইন্সবরো টাউনশিপ থেকে টানা ১৪ বছর ধরে কাউন্সিলম্যান হিসেবে দায়িত্ব পালন করা ড. নুরুন নবীও আবারও প্রার্থী হয়েছেন এবং জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এই ডেমোক্র্যাট প্রার্থী।

এছাড়াও, পেনসিলভানিয়া, মিশিগান এবং নিউ জার্সিসহ অন্যান্য অঙ্গরাজ্যে কাউন্টি ও অন্যান্য পর্যায়ে বেশ কয়েকজন বাংলাদেশি-আমেরিকান বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এই নির্বাচনে অংশগ্রহণকারী বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীদের সফলতা শুধু তাদের নিজ নিজ অঙ্গরাজ্যের প্রতিনিধি হিসেবে সীমাবদ্ধ নয়, বরং প্রবাসী বাংলাদেশিদের জন্যও এটি একটি গর্বের বিষয়।

 

ভোরের আকাশ/রন

মন্তব্য

Beta version