-->
বাকুতে কপ-২৯ সম্মেলন

বিশ্ব নেতাদের সঙ্গে অধ্যাপক ইউনূসের সাক্ষাৎ

অনলাইন ডেস্ক
বিশ্ব নেতাদের সঙ্গে অধ্যাপক ইউনূসের সাক্ষাৎ

ঢাকা, ১২ নভেম্বর ২০২৪ (বাসস): আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত কপ-২৯ জলবায়ু সম্মেলনের সাইডলাইনে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বিশ্বের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানসহ অন্তত ২০ জন রাষ্ট্র ও সরকার প্রধান এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে জলবায়ু সংকট মোকাবিলা, পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর বাসসকে জানান, “বিশ্ব নেতারা অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণ করায় তাকে অভিনন্দন জানান।” প্রেসিডেন্ট এরদোয়ান অধ্যাপক ইউনূসকে তুরস্ক সফরের আমন্ত্রণ জানান এবং চলমান সংস্কার প্রক্রিয়ায় সহায়তার আশ্বাস দেন। অধ্যাপক ইউনূসও তুরস্কের প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

জলবায়ু সম্মেলনে অধ্যাপক ইউনূসের সাথে বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।

এদের মধ্যে ছিলেন:১. লিখটেনস্টাইনের প্রধানমন্ত্রী ড্যানিয়েল রিশ ২. ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে৩. মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু ৪. বসনিয়া ও হার্জেগোভিনার প্রেসিডেন্ট ডেনিস বেসিরোভিচ৫. সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান৬. ইরানের ভাইস প্রেসিডেন্ট শিনা আনসারি৭. ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো৮. তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও তুর্কি ফার্স্ট লেডি৯. ব্রাজিলের পরিবেশ মন্ত্রী মেরিনা সিলভা১০. আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামা১১. মন্টিনিগ্রো প্রেসিডেন্ট জ্যাকভ মিলাতোভিচ১২. বার্বাডোসের প্রধানমন্ত্রী মিয়া মটলি১৩. ঘানার প্রেসিডেন্ট নানা আকুফো-আডো।  এছাড়াও অনেকের সাথে তিনি সাক্ষাৎ করেন। ১৪. পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের ১৫. নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেল।১৬. বেলজিয়ামের প্রধানমন্ত্রী১৭. রুয়ান্ডার রাষ্ট্রপতি এছাড়াও আইওএমের মহাপরিচালকের সঙ্গে অধ্যাপক ইউনূস সাক্ষাৎ করেন।

বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠকে অধ্যাপক ইউনূস জলবায়ু সংকটের প্রভাব মোকাবিলায় দরিদ্র দেশগুলোকে আর্থিক সহায়তা প্রদানের প্রস্তাবের ওপর গুরুত্বারোপ করেন। গতকাল বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে বাকুতে পৌঁছান অধ্যাপক ইউনূস এবং কপ-২৯ সম্মেলনের বিভিন্ন অধিবেশন ও সাইডলাইনে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

বৈশ্বিক জলবায়ু সংকট সমাধানে প্রায় ২০০ দেশের অংশগ্রহণে আয়োজিত কপ-২৯ সম্মেলন আগামী ২২ নভেম্বর পর্যন্ত চলবে।

 

ভোরের আকাশ/রন

মন্তব্য

Beta version