মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কেন্দ্রীয় সরকারকে পুনর্গঠনের উদ্যোগ নিয়েছেন। এই উদ্যোগের অংশ হিসেবে ধনকুবের ইলন মাস্ক ও প্রযুক্তি উদ্যোক্তা বিবেক রামাস্বামীকে 'ডিপার্টমেন্ট অব গভমেন্ট ইফিশিয়েন্সি' (ডোজ) নামে নতুন একটি বিভাগের দায়িত্ব দিয়েছেন ট্রাম্প। মঙ্গলবার (১২ নভেম্বর) নতুন এই বিভাগের ঘোষণা দেন তিনি, যা নিশ্চিত করে বিবিসি।
নির্বাচনী প্রতিশ্রুতি অনুসারে ট্রাম্প মাস্ক ও রামাস্বামীকে এক লাখ সরকারি চাকরি বাতিলের দায়িত্ব দিয়েছেন এবং এই উদ্যোগকে তিনি 'আমাদের আমলের ম্যানহাটন প্রজেক্ট' বলে অভিহিত করেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে মার্কিন সরকার পারমাণবিক বোমা তৈরির গোপন প্রকল্পের নাম ছিল ম্যানহাটন প্রজেক্ট।
এক বিবৃতিতে ট্রাম্প বলেন, "এই দুই চমৎকার আমেরিকান একসঙ্গে কাজ করে আমার প্রশাসনের জন্য সরকারি আমলাতন্ত্রকে আরও কার্যকর করে তুলবেন। বাড়তি নীতিমালা কমানো, অনর্থক ব্যয় হ্রাস এবং কেন্দ্রীয় সরকারের দপ্তরগুলোর পুনর্গঠন তাদের অন্যতম লক্ষ্য।"
মাস্কের এই নতুন ভূমিকা ওয়াল স্ট্রিট ও সিলিকন ভ্যালিতে আলোচনার ঝড় তুলেছে। অর্থনৈতিক সেবা প্রতিষ্ঠান ওয়েডবুশ আশ্বস্ত করে জানিয়েছে, টেসলা ও স্পেসএক্সে মাস্কের বর্তমান নেতৃত্বের ভূমিকা অপরিবর্তিত থাকবে। তবে সরকারি দায়িত্ব ও ব্যবসায়িক কর্তব্যে তার এই দ্বৈত ভূমিকা স্বার্থের দ্বন্দ্ব তৈরি করতে পারে। 'ডোজ' বিভাগের কার্যক্রমে মাস্কের ব্যবসায়িক স্বার্থ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকায় অনেক বিশ্লেষক এই পরিস্থিতির ওপর নজর রাখছেন। বিশেষ করে টেসলা ইতিমধ্যে কিছু সরকারি নীতিমালার বেড়াজালে আটকে আছে, পাশাপাশি কোম্পানির বিরুদ্ধে চলমান তদন্ত প্রক্রিয়াও রয়েছে।
বিশ্বের শীর্ষ ধনীদের একজন ইলন মাস্ক, গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা ও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের মালিক। ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় অর্থনৈতিকভাবে উল্লেখযোগ্য অবদান রাখার কারণে তাকে ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবেই গণ্য করা হয়। অন্যদিকে, ভারতীয় বংশোদ্ভূত বিবেক রামাস্বামী প্রযুক্তি খাতের উদ্যোক্তা, অধিকারকর্মী ও বিনিয়োগকারী। চলতি প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী হিসেবে মনোনয়ন চেয়েছিলেন তিনি, তবে প্রাথমিক পর্বে হেরে যাওয়ার পর ট্রাম্পের প্রতি তার সমর্থন ঘোষণা করেন।
ভোরের আকাশ/রন
মন্তব্য