বৃটিশ লেখিকা সামান্থা হার্ভে তার উপন্যাস অরবিটাল এর জন্য ২০২৪ সালের মর্যাদাপূর্ণ বুকার পুরস্কার জিতেছেন। লন্ডনের ওল্ড বিলিংসগেটে আয়োজিত এক অনুষ্ঠানে গতকাল (১২ নভেম্বর) এ পুরস্কার ঘোষণা করা হয়। অরবিটাল উপন্যাসটি আন্তর্জাতিক মহাকাশকেন্দ্রে অবস্থানরত ছয় নভোচারীর এক দিনের অভিজ্ঞতা ও তাদের পৃথিবী থেকে বিচ্ছিন্ন জীবনের অন্তর্দ্বন্দ্বকে কেন্দ্র করে লেখা। হার্ভের এই কাজকে ‘একটি ক্ষতবিক্ষত পৃথিবীর গল্প’ হিসেবে আখ্যা দিয়ে বিচারক প্যানেলের চেয়ারপারসন এডমুন্ড ডে ওয়াল বলেন, ছয় নভোচারীর প্রতিদিনের সূর্যোদয়, সূর্যাস্ত, মহাদেশীয় ভ্রমণ এবং আবহাওয়ার পরিবর্তন উপন্যাসটিতে মনোমুগ্ধকরভাবে ফুটিয়ে তোলা হয়েছে।
এ বছর বুকার পুরস্কারের জন্য মনোনীতদের মধ্যে যুক্তরাজ্যের হার্ভে ছাড়াও মার্কিন লেখক র্যাচেল কুশনার ও কানাডীয় লেখক অ্যান মাইকেলস ছিলেন। হার্ভে জানান, কোভিড-১৯ লকডাউনের সময় তিনি বইটির বেশিরভাগ অংশ লিখেছেন। এই পুরস্কার অর্জনের আনন্দে হার্ভে বলেন, এটি তার জন্য এক অভাবনীয় সম্মান। তিনি তার পুরস্কারের ৫০ হাজার পাউন্ড অর্থ সম্মাননা তাদের জন্য উৎসর্গ করেছেন, যারা শান্তি, মানবতা ও মানুষের মর্যাদার পক্ষে কাজ করেন।
১৩৬ পৃষ্ঠার সংক্ষিপ্ত এই বইটি বুকারজয়ী দ্বিতীয়-সংক্ষিপ্ততম এবং মহাকাশ নিয়ে লেখা প্রথম বই, যা এই সম্মান অর্জন করেছে।
ভোরের আকাশ/রন
মন্তব্য