সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে সরকার সমর্থকদের প্যানেল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে সরকার সমর্থকদের প্যানেল ঘোষণা
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির লোগো

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যকরী কমিটির নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সমর্থক আইনজীবীদের প্যানেলে সভাপতি পদে সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোমতাজ উদ্দিন ফকির ও সম্পাদক পদে অ্যাডভোকেট আবদুর নুর দুলালকে মনোনয়ন দেওয়া হয়েছে।

শনিবার রাতে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকের গুলশানের বাসায় মনোনয়ন বোর্ডের এক সভায় প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়।

পরে সেখানেই বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস প্রার্থীদের নাম ঘোষণা করেন।

আগামী ১৫ ও ১৬ মার্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যকরী কমিটির এই নির্বাচনের ভোটগ্রহণ হবে। 

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্যানেল থেকে সমিতির ১৪ সদস্যের কার্যনির্বাহী কমিটির অন্যান্য পদের মধ্যে সহ-সভাপতি পদে মোহাম্মদ হোসেন ও মো. শহীদুল ইসলাম, সহ-সম্পাদক পদে ব্যারিস্টার মো. হারুনুর রশিদ ও ব্যারিস্টার এবিএম হামিদুল মেজবাহ, ট্রেজারার পদে বর্তমান ট্রেজারার মো. ইকবাল করিম এবং সদস্য পদে হাসান তারিক পলাশ, মো. মনিরুজ্জামান রানা, মুনমুন নাহার, সুব্রত কুমার কুন্ডু, শফিক রায়হান শাওন, শাহাদাত হোসাইন রাজিব ও ফাতেমা বেগম রিনা মনোনয়ন পেয়েছেন।

মন্তব্য