চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের পদ নিয়ে চিত্রনায়ক জায়েদ খানের পক্ষে দেওয়া হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি।
চার সপ্তাহের জন্য এই স্থগিতাদেশ দেওয়া হয়েছে। উভয় পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (৬ মার্চ) আপিল বিভাগের চেম্বার বিচারপতি ওবায়দুল হাসান এ আদেশ দিয়েছেন।
চিত্রনায়িকা নিপুণ আক্তারকে ৪ এপ্রিলের মধ্যে আপিল বিভাগের নিয়মিত আপিল দাখিল করতে বলা হয়েছে।
আগামী ৪ এপ্রিল নিপুণ আক্তারের আবেদনের ওপর আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির দিন ধার্য করা হয়েছে।
এ আদেশের পর জায়েদ খানের আইনজীবী অ্যাডভোকেট আহসানুল করিম বলেছেন, জায়েদ খান সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি দায়িত্ব পালন করে যাবেন।
এদিকে,নিপুণ আক্তার এর আইনজীবী ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান বলেছেন, হাইকোর্টের রায় স্থগিত হয়েছে। ফলে আপিল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী নিপুণ আক্তার শিল্পী সমিতির সাধারণ সম্পাদক।
মন্তব্য