-->

অবৈধ সম্পদের সামলায় সম্রাটের পক্ষে জামিন আবেদন

আদালত প্রতিবেদক
অবৈধ সম্পদের সামলায় সম্রাটের পক্ষে জামিন আবেদন
ইসমাইল চৌধুরী সম্রাট (ফাইল ফটো)

অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকায় আদালতে হাজির করা হয়নি ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটকে। ৭ মার্চ সোমবার ঢাকা মহানগর জেষ্ঠ্য বিশেষ জজ কেএম ইমরুল কায়েশের

আদালতে তার অবৈধ সম্পদের মামলায় অভিযোগপত্র গ্রহণের তারিখ ধার্য ছিল।

অপরদিকে সম্রাটের পক্ষে এদিন জামিন আবেদন করা হয়। দুদকের কোর্ট ইন্সপেক্টর আমিনুল ইসলাম ভোরের আকাশকে বলেন, ‘সম্রাট অসুস্থ হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন থাকায় তাকে

আদালতে হাজির করা যায়নি মর্মে অবহিত করেছে কারাকর্তৃপক্ষ। তাই অভিযোগপত্রের গ্রহণযোগ্যতা ও জামিনের বিষয়ে তার উপস্থিতিতে শুনানির জন্য আগামী ২২ মার্চ তারিখ ঠিক করেছে বিচারক।

মামলার নথি থেকে জানা যায়, গত বছর ২২ সেপ্টেম্বর কারাগারে থাকা সম্রাটকে আদালতে হাজির করতে প্রোডাকশন ওয়ারেন্ট (হাজতি পরোয়ানা) জারি করে আদালত। ২০১৯ সালের ১২ নভেম্বর দুদকের উপপরিচালক মো.

জাহাঙ্গীর আলম এদিন দুই কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্রাটের বিরুদ্ধে মামলা করেন।

মামলাটি তদন্ত করে গত বছর ২৬ নভেম্বর সম্রাটের বিরুদ্ধে অভিযোগ পত্র জমা দেন দুদকের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম। ক্যাসিনো ব্যবসায় জড়িত থাকার অভিযোগে ২০১৯ সালের ৭ অক্টোবর সম্রাটকে কুমিল্লার

চৌদ্দগ্রাম থেকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে তাকে বিভিন্ন মামলায় রিমান্ডে নেয়া হয়। রিমান্ড শেষে বর্তমানে তিনি কারাগারে আছেন।

মামলার অভিযোগে বলা হয়, সম্রাট বিভিন্ন অবৈধ ব্যবসা ও অবৈধ কার্যক্রমের মাধ্যমে ২ কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। অভিযোগ আছে, তিনি মতিঝিল ও ফকিরাপুল এলাকায়

১৭টি ক্লাব নিয়ন্ত্রণ করতেন এবং সেগুলোতে লোক বসিয়ে মোটা অঙ্কের কমিশন নিতেন। অনেক সময় ক্লাবগুলোতে ক্যাসিনো ব্যবসা পরিচালনা করতেন। তিনি অবৈধভাবে উপার্জিত অর্থ দিয়ে ঢাকার গুলশান, ধানমণ্ডি ও

উত্তরাসহ বিভিন্ন স্থানে একাধিক ফ্ল্যাট, প্লট কিনেছেন ও বাড়ি নির্মাণ করেছেন। এ ছাড়া তার সিঙ্গাপুর, মালয়েশিয়া, দুবাই ও যুক্তরাষ্ট্রে নামে-বেনামে এক হাজার কোটি টাকার সম্পদ রয়েছে।

মন্তব্য

Beta version